নিজস্ব প্রতিবেদন: বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার ৫নং পাকুড়সেনি অঞ্চলের সিয়াড়া গ্রামে।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির উত্তর মন্ডল সভাপতি সত্যজিৎ দে-এর অভিযোগ বুধবার মধ্যরাতে কিছু দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে পরপর পাঁচটি বোমা ছোড়ে। বোমার আঘাতে বাড়ির ছাউনি ভেঙে যায়। বিজেপি করে বলেই তাঁর বাড়িতে হামলা বলে অভিযোগ। ঘটনা ঘটার পরে নারায়ণগড় থানায় অভিযোগ জানালেও পুলিস আসেনি বলে অভিযোগ।

আরও পড়ুন: লকডাউনের মধ্যেই রাজ্যে ৭ দিনে ২০০-র ওপর বেড়ে গেল কনটেইনমেন্ট জোন, মোট ৬৪১



অন্যদিকে পাকুড়েশেনি অঞ্চলের তৃণমূলের সভাপতি রঞ্জিত বোস বলেন, " এটা বিজেপির নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি কর্মীরা প্রচারে আসার জন্য নিজেরাই এইসব করে মিথ্যে অভিযোগ করছে।" ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।