ওয়েব ডেস্ক: অশান্তির সূত্রপাত মঙ্গলবার বিকেলে। একটি বাড়িতে সরকারি ঘর করা নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ, জনা কয়েক তৃণমূল কর্মী স্থানীয় সঞ্জিত পারুইয়ের বাড়ি ঘেরাও করে। সঞ্জিত পারুই দেগঙ্গা দুনম্বর পঞ্চায়েতের সিপিএম সদস্য। অভিযোগ, তাঁর পরিবারের সদস্যদের ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। জখম ৪ জনকে চিকিত্‍সার জন্য বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৩ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


এদিকে, সোমবার রাতে বাসন্তির যুব তৃণমূল নেতা আবুল হাসান মোল্লাকে গুলি করে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। জখম আবুল হাসান মোল্লাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতাল ও পরে চিত্তরঞ্জন  মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।  অভিযোগ, বাসন্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল মান্নান ওরফে মন্টু গাজির ছেলে নূর  ইলাহি গাজি ওরফে রাজা গাজি ও রাজার মামা ইকবাল আহমেদ মণ্ডল গুলি চালায় আবুল হাসানকে লক্ষ্য করে। (আরও পড়ুন-বিজেপি হঠাও লড়াইয়ে বাম-কংগ্রেসকে আহ্বান মমতার)