ভবানন্দ সিং: রায়গঞ্জে "দাদা"দের অনুগামীদের বদান্যতায় শব্দ দানবের দাপটে অতিষ্ঠ রায়গঞ্জ মেডিকেলের রোগী থেকে স্বাস্থ্যকর্মীরা। নীরব নিশ্চুপ প্রশাসন! এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য রায়গঞ্জ মেডিকেল চত্বরে। রায়গঞ্জ মেডিকেল কলেজ লাগোয়া অনুষ্ঠান বাড়িতে সন্ধ্যা থেকেই ফুল ভলিউমে বাজছে ডিজে, ফাটছে শব্দবাজি। অতিষ্ঠ মেডিকেলের রোগীরা। ঘটনাচক্রে সেই রাতেই মেডিকেলে গিয়ে ওইসব দেখে ক্ষোভে ফেটে পড়লেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার রাতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ মেডিকেল কলেজ এলাকায়। তবে শব্দবাজি বা ডিজের দাপট থামেনি পুর প্রশাসকের বকুনিতেও। পরবর্তীতে পুলিস গিয়ে থামায় মেডিকেল কলেজ লাগোয়া ওই শব্দ দানবদের তাণ্ডব। মেডিকেল কলেজে আসা প্রত্যন্ত গ্রামীণ রোগীর আত্মীয়রা বলেছেন, 'খুবই জোরে ছিল শব্দ। আমাদেরই বুকে লাগছিল।' মেডিকেল কলেজের মহিলা মেডিসিন বিভাগে চিকিৎসারত মেডিকেলেরই এক স্বাস্থ্যকর্মী আনলেন আরও মারাত্মক অভিযোগ। তাঁর দাবি, মেডিকেল কলেজ হাসপাতাল লাগোয়া পাড়ায় নাকি এটা স্বাভাবিক ঘটনা। প্রতিবাদ করেও নাকি কোনও ফল মেলে না কোনও দিন। খোঁজ নিতেই জানা গেলও, কোনও অনুষ্ঠান, পুজো, পার্বণ, বা উৎসব। শুধু ডিজে বাজানোর বা বাজি ফাটানোর অজুহাত চাই মেডিকেল লাগোয়া ইন্দিরা কলোনির বাসিন্দাদের।


সহজে কেউ মুখ খুলতে না চাইলেও যা জানা গেলও তা সত্যিই চমকে দেওয়ার মতো। মেডিকেল লাগোয়া রায়গঞ্জ পুরসভার ওই ওয়ার্ডে নাকি ওয়ার্ড কো-অর্ডিনেটর রায়গঞ্জের পরিচিত 'বান্টিদা' র ছত্রছায়ায় থাকা মানুষদের বাসস্থান। অপরদিকে মেডিকেল লাগোয়া ওই ইন্দিরা কলোনীতে নাকি মেডিকেলের রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান তথা রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অনুগামী মানুষজন থাকেন। যাদের সিংহ ভাগ নাকি মেডিকেলের বিভিন্ন জায়গার অস্থায়ী কর্মী বা রায়গঞ্জ মেডিকেল লাগোয়া  ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবার।


ঘটনাচক্রে রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস মেডিকেলে এক রোগীকে দেখতে গিয়ে এমন দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন। তিনি প্রতিবাদ করলেও ফল মেলেনি বলেই জানা যায়। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিসবাহিনী পৌঁছে ওই শব্দ দানবদের দাপট বন্ধ করে। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত মেডিকেল কলেজের পুলিস ক্যাম্পের পুলিসদের ঘুম তখনও ভাঙেনি বলে অভিযোগ। রায়গঞ্জ মেডিকেলে যখন আস্ত একটা পুলিস ক্যাম্প রয়েছে তখন মেডিকেল চত্বরে ঘটে চলা শব্দ দানবের দাপট ঠেকাতে কেন কোনও পদক্ষেপ নিল না পুলিস? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে তথ্য উঠে এল, তা আরও ভয়ঙ্কর। অভিযোগ, ওই এলাকায় "দাদা"দের দাপটে নাকি পুলিসও ঢুকতে ভয় পায়। প্রশাসনেরও নাকি ওই এলাকায় সব ব্যাপারে নাক গলানো নিষেধ। আর এই বিষয়ে পুলিস প্রশাসনের কর্তারা একেবারে স্পিকটি নট্।


আরও পড়ুন, Jhalda Municipality: ডিভিশন বেঞ্চে খারিজ আস্থা ভোটের নির্দেশ, ঝালদা পুরসভায় আইনি জট



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)