প্রদ্যুত দাস: জলপাইগুড়িতে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স। আহত ১, অ্যাম্বুলেন্সের টায়ার ফেটে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কায় দুর্ঘটনা কবলে পরে বোলেরো গাড়িটি। জলপাইগুড়ি জাতীয় সড়ক পাহাড়পুর মোড় উত্তর বালাপাড়া এলাকায় সাতসকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোর থেকেই কুয়াশায় ঢাকা গোটা জলপাইগুড়ি। বর্ষশেষে মঙ্গলবার সাত সকালে ৩১ নং জাতীয় সড়কে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন বালাপাড়া মোড়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে। প্রাণে বাঁচে চালক-সহ অপর এক ব্যক্তি। যদিও আহত চালক। ঘটনাটি ঘটে এদিন সকাল নাগাদ। ঘটনায়  অ্যাম্বুলেন্স গাড়িটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। টায়ার ফেটে পড়ায় এই দুর্ঘটনা বলে ধারণা সাধারণ মানুষের । অ্যাম্বুলেন্স গাড়িটি গতকাল শিলিগুড়ি থেকে আসাম রোগী নিয়ে যাওয়ার পর রোগীকে নামিয়ে দিয়ে আসবার সময় এই দুর্ঘটনা। কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে এই রাস্তায়। ঘটনাস্থলে পুলিস।


আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন মকর, আবেগগত বিষয়ে তাড়াহুড়ো করবেন না কন্যা...


উল্লেখ্য, গতকাল সোমবার বিকালে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। মাল ব্লকের ওদলাবাড়ি ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে মালবাজার পুলিস। মৃতদেহ উদ্ধার করে মালবাজার নিয়ে গিয়েছে পুলিস। তবে মৃতের নাম জানা যায়নি। তবে যে বাইক এই যুবক চালাচ্ছিল সেটি বিহার নম্বরের।   


স্থানীয় প্রত্যক্ষদর্শী বিকাশ রায় বলেন, সোমবার বিকেল নাগাদ এই যুবক বিহার নম্বরের হলুদ রঙের একটি বাইকে করে মালবাজার দিক থেকে ওদলা বাড়ির দিকে যাচ্ছিল। ওদলা বাড়ি ফ্লাইওভারের ওপর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফাইও বাড়ির ওয়ালে ধাক্কা মারে এবং ওই যুবক ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় এবং বাইকটি প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। ওই যুবক ফ্লাইওভার থেকে প্রায় ৪০ ফুট নিচে অন্য রাস্তায় গিয়ে পড়ে এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তিনি আরও বলেন সম্ভবত বাইকের গতিবেগ বেশি থাকায়  যুবক বাইক কন্ট্রোল করতে পারিনি আর যার দরুন এ দুর্ঘটনা ঘটেছে।   


মালবাজার ট্রাফিক পুলিস সূত্রে জানা গিয়েছে, বাইকের রেজিস্ট্রেশন যে নম্বর রয়েছে সেটি রবীন্দ্র রায় নামের। রেজিস্ট্রেশন হয়েছে বিহারের সরান জেলায় আর সম্ভবত এই যুবকের বাড়ি বিহারে হতে পারে বলে স্থানীয়দের দাবি। তবে পুলিস মৃতের পরিচয় এবং নাম জানার চেষ্টা করছে। মৃতদেহ উদ্ধারের পর আগামীকাল ময়না তদন্তের  জন্য জলপাইগুড়ি পাঠানো হবে বলে জানা গিয়েছে।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)