নিজস্ব প্রতিবেদন: পিকআপ ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা। রোগীসহ গুরুতর আহত ১০, মৃত হয়েছে অ্যাম্বুলেন্স চালকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা এলাকায় ১০ নম্বর রাজ্য সড়কে। সূত্রের খবর,  কালিয়াগঞ্জ থেকে এক প্রসূতিকে নিয়ে অ্যাম্বুলেন্সটি রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল। তখনই হেমতাবাদের কাছে ১০ নম্বর রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুটি গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। অ্যাম্বুলেন্সে থাকা প্রসূতি রোগী-সহ সকলেই গুরুতর জখম হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের রায়গঞ্জ  গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  


সূত্রের খবর,  রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালকের। তাঁর কোনও পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে পুলিস ঘটনাস্থল থেকে দুটি গাড়িকেই আটক করেছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিস।