নিজস্ব প্রতিবেদন:  স্ত্রীয়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছিল, তার প্রতিশোধ নিতেই গুলি। আমডাঙার পুলিসকর্মীর বিরুদ্ধে দুই ভাইকে খুনের অভিযোগের ঘটনায় প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। বারাসত জেলা পুলিস সুপার অভিজিত্ বন্দ্যোপাধ্যায় ঘটনার পর সাংবাদিক সম্মেলন করে জানান, অভিযুক্ত পুলিসকর্মী সন্তোষ পাত্র স্বীকার করেছেন যে তিনি গুলি চালিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, নিহত সুমন্ত মণ্ডল তাঁর স্ত্রীর ওপর শারীরিক অত্যাচার চালিয়েছিল, তার প্রতিশোধ নিতেই তিনি এই কাজ করেছেন। শনিবারই গ্রেফতার করা হয় অভিযুক্ত পুলিসকর্মীকে। তাঁকে রবিবার বারাসত আদালতে পেশ করা হয়।


সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সুন্দরবনের উপকূলবর্তী বাসিন্দাদের, আমফান মোকাবিলায় কড়া তত্পরতা
প্রসঙ্গত, শনিবার উত্তর ২৪ পরগনার আমডাঙার তেঁতুলিয়ায় পুলিসের গুলিতে দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগ ওঠে। প্রথমে জানা যায়, সুমন্ত মণ্ডল ও অরূপ মণ্ডলের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল, তাঁরা রাস্তায় নেমে ঝগড়া করছিলেন। সেই ঝগড়া থামাতে গিয়েই এলোপাথাড়ি গুলি চালায় সন্তোষ পাত্র। এরপর পালিয়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় দুই ভাইয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও এক জন।