সুতপা সেন: কলকাতার চৌহদ্দিতে সীমাবদ্ধ নয়, বরং জেলায় জেলায় বাণিজ্য সম্মেলনকে নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার। সে কারণেই চলতি বছর দিঘায় আয়োজন করা হয়েছে সম্মেলন। এমনটাই দাবি করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর কথায়,''সরকারের এটাই নীতি। জেলায় জেলায় যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।''         


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি বছর দিঘায় বাণিজ্য সম্মেলেনের আয়োজন করেছে রাজ্য সরকার। কলকাতা এত দূর কেন সম্মেলন, তার ব্যাখ্যা দিলেন অমিত মিত্র। তাঁর কথায়,''কর্পোরেটরা এখানে আসার আগ্রহ প্রকাশ করছেন। ওনারা আসছেনও। তাই এখানে এসেছি। পাহাড়ের পর  দিঘায় সম্মেলন। উত্তরবঙ্গে কনভেনশন সেন্টার নেই। এখানে থাকায় বাড়তি পাওনা। ''



মেরিন ড্রাইভের মতো দিঘার সমুদ্র সৈকতকেও সাজানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সে কথা উল্লেখ করে অমিক মিত্র বলেন,''এখানে মেরিন ড্রাইভ হচ্ছে। নতুন মডেল আগামিকাল দেখতে পাবেন। পরের দিনও  আছে নতুনত্ব। শুধু কলকাতা নয় এবার শিল্প এবার জেলায় জেলায় সম্মেলন হবে।'' এতে শিল্প ও পর্যটন উভয় ক্ষেত্রেই লাভ হবে বলে মনে করেন অমিত মিত্র। তাঁর অভিমত, আমার ধারণা দিঘায় যা পরিকাঠামোর উন্নতি হয়েছে, এটাই আদর্শ জায়গা। বিদেশ থেকেও আসছেন শিল্পপতিরাও। দেশের বড় বড় শিল্পপতিরাও আসবেন। এরাজ্যই পথ দেখাবে।''


আরও পড়ুন- তিন মাস ধরে জিএসটি-তে রাজ্যের ভাগ ২২০০ কোটি আটকে রেখেছে কেন্দ্র: অমিত