নিজস্ব প্রতিবেদন:   তৃণমূল সরকারের গণেশ উল্টে দিতে এসেছি। মালদার মঞ্চে দাঁড়িয়ে ডাক দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলার মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নির্বাচন ২০১৯-এর ভোট: অমিত


এই নির্বাচন ঠিক করবে তৃণমূল সরকার থাকবে না যাবে: অমিত


২০১৯এর নির্বাচন বাংলার জন্য খুবই গুরুত্বপূর্ণ: অমিত


তৃণমূলের সন্ত্রাস মুক্ত করার নির্বাচন: অমিত


মমতাদিদির সরকারকে উত্খাত করতে হবে: অমিত


২০১৯ এর ভোট দেশের ভবিষ্যত্ নির্ধারণের লড়াই: অমিত


বাংলার সংস্কৃতিকে নষ্ট করা তৃণমূলকে সরাতে হবে: অমিত


কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে: অমিত


সব বুথে নির্বাচন কমিশনের লোক থাকবে: অমিত


পঞ্চায়েত ভোটের মতো ভোট হবে না: অমিত


ব্রিগেড সমাবেশে কেউ 'ভারত মাতা কী জয়' বলেননি: অমিত


সবাই শুধু 'মোদী মোদী' করে গিয়েছেন: অমিত


বাংলার সিন্ডিকেট ট্যাক্স দিতে হয়: অমিত


সব হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানদের নাগরিকত্ব দেবে ভারত: অমিত


বাংলাদেশ থেকে যেসব হিন্দু পশ্চিমবঙ্গে আসছে, তাঁদেরও নাগরিকত্ব দেবে ভারত: অমিত


লোকসভায় 'সিটিজেনশিপ অ্যাক্ট'এর বিরোধিতা করেছিল তৃণমূল, ওরা এটা চায় না: অমিত


রাজ্যসভায় দেখি ওরা কী করে: অমিত


রাজ্যে বোমার কারখানা রয়েছে: অমিত


বাংলায় উত্পাদনের হার ছিল ২৭ শতাংশ: অমিত


মমতার শাসনে উত্পাদনের হার ৩.৩ শতাংশ নেমেছে: অমিত


রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় অর্ধেক: অমিত


সব টাকা তো নারদা, সারদাতেই চলে গিয়েছে: অমিত


আমি জানি, এখান থেকে চলে গেলেই আমার বিরুদ্ধে কেস ঠুকে দেবে: অমিত


মমতাদি আমাকে একটা নয়, দুটো কেস দিন, এটা আমার আশীর্বাদ: অমিত


আয়ুষ্মান ভারত যোজনা কী? যাই হোক না কেন ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার টাকা দেবে কেন্দ্র: অমিত


বাংলার মানুষ কেন ৫ লক্ষের সুবিধা পাবেন না: অমিত


মোদীর জনপ্রিয়তা বেড়ে যায়, তাই আয়ুষ্মান ভারতের কার্ড ছিনিয়ে নেয় তৃণমূল: অমিত  


জোট জোট নিয়ে এত চেঁচানো হচ্ছে, ওটা আসলে স্বার্থের জোট: অমিত


৭০ বছরে যা হয়নি, মোদী তাই করেছেন: অমিত


রাজ্যকে ৫ কোটি দিতে চায় কেন্দ্র: অমিত


ব্রিগেডের মঞ্চে তো লাইন দিয়ে ৯ জন প্রধানমন্ত্রী বসেছিলেন: অমিত


বাংলার ২৩ টির বেশি আসন মোদীর ঝুলিতে দিন: অমিত


মালদহে বক্তৃতা রাখছেন অমিত শাহ। বেলা সওয়া বারোটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। 



ইতিমধ্যে সভাস্থলের কানায় কানায়  বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। সকলেরই চোখের অধীর আগ্রহ।  সভা শেষে এদিনও হেলিকপ্টারেই তিনি কলকাতায় ফিরবেন। আগামিকাল ঝাড়গ্রামে সভা করবেন অমিত শাহ।



শেষ মুহূর্তে অসুস্থতার কারণে অমিত শাহর কর্মসূচিতে কাঁটছাট হয়। ৫ নয়, ২ জায়গায় সভা করবেন অমিত শাহ। এখন থেকে মালদায় শাহ-র সভাস্থলে বিজেপি কর্মী সমর্থকরা এসেছেন। 


আরও পড়ুন: বেসরকারি হোটেলেই শাহ-র হেলিপ্যাড, জটিলতা শেষে প্রেস বিবৃতি রাজ্য বিজেপির


মালদহে অমিত শাহর হেলিপ্যাড নিয়ে সোমবারও পর্যন্তও চলেছিল রাজনৈতিক কড়চা। মালদা বিমানবন্দরে তাঁর হেলিকপ্টার অবতরণে অনুমতি দেয় না জেলা প্রশাসন।  সেক্ষেত্রে চিঠি দিয়ে জানানো হয়, বিমানবন্দর সংস্কারের কাজ চলছে। তাই হেলিপ্যাডের ব্যবস্থা করা সম্ভব নয়। এরপর মালদার একটি বেসরকারি হোটেলে হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়। কিন্তু তারই কিছুক্ষণের মধ্যে হোটেল কর্তৃপক্ষ শাহ-র হেলিপ্যাডে ‘না’  বলে দেয়। এরপরই বিজেপির তরফে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়।  


আরও পড়ুন: মুখ ফসকে বেরিয়ে গেল বেফাঁস কথা! ব্রিগেডে মমতাকে অস্বস্তিতে ফেললেন একমাত্র এই হেভিওয়েট নেতা


এই অবস্থায় ময়দানে নামেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে যাওয়ার আগেই বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, তথ্য বিকৃতি  করে  বিজেপি মিথ্যা প্রচার করছে। অমিত শাহর  হেলিকপ্টার নামা নিয়ে কোনও জটিলতা তৈরি হয়নি। নিরাপত্তার কারণে হয়তো অন্যত্র হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। অমিত শাহর  সব কটি সভার সব দিক খতিয়ে দেখে অনুমতি দেওয়া হচ্ছে। নিরাপত্তা সুনিশ্চিত করতেই হেলিপ্যাড নিয়ে কিছু সমস্যা হচ্ছে। ”


এরপর প্রেস বিবৃতিতে শাহ-র হেলিপ্যাড নিয়ে জটিলতা কাটায় পদ্ম শিবির। সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির তরফে জানানো হয়, “মালদহের গোল্ডেন পার্ক হোটেলেই পর্যাপ্ত জায়গা রয়েছে। সেখানেই হেলিকপ্টার ওঠানামা করবে।"