নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু বললেন, 'তোলাবাজ ভাইপো হঠাও।' তারপরই বক্তব্য রাখতে গিয়ে 'ভাইপো'কে নিশানা করলেন অমিত শাহও (Amit Shah)। মেদিনীপুরের সভামঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কটাক্ষ,'এটা মা-মাটি-মানুষের সরকার নয়। তোলাবাজি, তোষণ ও ভাতিজাবাদের সরকার।' তাঁর অভিযোগ,ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচন আসতে আসতে একা পরে যাবেন।   
   
বিজেপির (BJP) বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। তার জবাব মেদিনীপুরে দিলেন শাহ (Amit Shah)। তাঁর কথায়,'আপনার মূল দল ছিল তো কংগ্রেস। কংগ্রেস ছেড়ে তৃণমূল করেছেন। সেটা দলবদল ছিল না? ভাই শুভেন্দু আপনার সঙ্গ ছেড়ে মোদীজির পাশে এসেছেন। নির্বাচন আসতে আসতে আপনি একা থেকে যাবেন।' তাঁর সংযোজন, অনেক ভাবনাচিন্তা করে দলবদল করেন একটা লোক। মা-মাটি-মানুষের স্লোগান দিয়েছিলেন। মা-মাটি মানুষ স্লোগান আজ তোলাবাজি, তোষণ ও ভাতিজাবাদে পরিণত হয়েছে। ১০ কোটি বাঙালির ভবিষ্যত আপনি দেখতে পাচ্ছেন না! কোটি কোটি যুবকের ভবিষ্যত দেখতে পাচ্ছেন না! আপনার চোখে এখন শুধুই ভাইপো, কখন তাঁকে মুখ্যমন্ত্রী করবেন।'



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলায় অঢেল উন্নয়ন হয়েছে বলে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। গতকাল, শুক্রবার দলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলায় ১০ বছরে যা উন্নয়ন হয়েছে, তা আর কোথাও হয়নি। সেই 'উন্নয়ন' প্রশ্ন তুললেন অমিত শাহ। বলেন,'আমি প্রশ্ন করতে চাই, বাংলার যুবকদের, কেন উন্নয়ন হচ্ছে না বাংলায়? কেন কৃষকরা ৬ হাজার টাকা পাচ্ছেন না? দেশের ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢুকেছে ৯৫ হাজার কোটি। এক টাকাও পাননি বাংলার চাষিরা। তালিকা পাঠাননি মমতাদিদি। গরিবদের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা দিচ্ছেন নরেন্দ্র মোদী। মমতা দিদি ক্ষমতায় থাকলে বাংলার মানুষ আয়ুষ্মান যোজনার ফায়দা পাবেন না।'


আরও পড়ুন- Amit Shah আমার দাদা, ২০১৪ সালে দর্শন দিয়েছিলেন: Suvendu; 'ভাই' সম্বোধন অমিতের