নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে, বৃহস্পতিবার সকালে, তারাপীঠ মন্দিরে পুজো দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তারাপীঠে পৌঁছনোর পর মন্দিরের সেবায়েতরা তাঁকে অভ্যর্থনা জানান। এরপরই বিজেপি সভাপতিকে নিয়ে তাঁরা তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মন্দিরের নিয়ম মেনে প্রায় ১৫ মিনিট ধরে আরাধনা করেন অমিত শাহ। বিগ্রহকে সবুজ রঙের বেনারসি অর্পণ করেন। তেল, গোলাপজল, ঘি, মধু দিয়ে 'শৃঙ্গার পুজো' দেন তিনি। নিজে হাতেই বিগ্রহে ৫-৬ রকমের মালা পরিয়ে পুষ্পাঞ্জলি দেন অমিত শাহ। এরপরই বিগ্রহের সামনে দাঁড়িয়ে করজোড়ে বিজেপি সর্বভারতীয় সভাপতিকে 'সংকল্প' করতে দেখা যায়। পুজো দেওয়ার পর মন্দিরের তরফে বিগ্রহের একটি ছবি ও মন্দিরের ইতিহাস সম্বলিত বেশ কয়েকটি বই অমিত শাহের হাতে তুলে দেন পূজারিরা। (দেখুন, সেই এক্সক্লুসিভ ছবি)


উল্লেখ্য, বুধবার দলীয় কর্মীদের উদ্দেশে ২০১৯-এ লোকসভা নির্বাচনে ৫০ শতাংশ আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। পরদিনই তারাপীঠ মন্দিরে বিজেপি সর্বভারতীয় সভাপতির আশীর্বাদ প্রার্থনার মধ্যে তাই অন্য তাত্পর্যও খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল।


আরও পড়ুন, বঙ্গে 'উত্তরপ্রদেশ মডেলে' সোশ্যালে প্রচারের নির্দেশ অমিতের


তারাপীঠে পুজো দেওয়ার পরই পুরুলিয়ার উদ্দেশে রওনা হয়ে যান অমিত শাহ। পুরুলিয়ায় পৌঁছে সেখানে একটি স্কুলে বিজেপি কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন বিজেপি সভাপতি। তারপর শিমুলিয়া ফুটবল ময়দানে জনসভা করবেন তিনি। দেখুন, তারাপীঠে অমিত শাহের পুজোর ভিডিওগুলি-