জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিকাশ বা উন্নয়নের কথা নেই মুখে। ভোটমুখী বাংলায় শাহের মুখে রাম। ১৮টা আসন দিয়েছিলেন। রামমন্দির তৈরি করেছেন মোদী। এবার ৩৫টা আসন দিলে বাংলাকে আমরা অনুপ্রবেশের হাত থেকে রক্ষা করব। দ্বিতীয় দফা ভোটের আগে নির্বাচনী প্রচারে বাংলায় এসে আশ্বাস শাহের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মালদার ইংরেজবাজারে অমিত শাহের রোড শোয়ে বিপুল ভিড় উপছে পড়ে। গত লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণে হেরে গিয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। এবারও ফের ওই কেন্দ্র থেকে শ্রীরূপা মিত্র চৌধুরীকেই প্রার্থী করেছে বিজেপি। এদিন তাঁর হয়ে প্রচারে অংশ নেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রার্থীকে পাশে বসিয়ে করেন রোড শো। 


রাজ্যে তৃণমূল সরকারকে নিশানা করে অমিত শাহ তোপ দাগেন, মোদী সরকার ১০ বছরে বাংলাকে ৭ লাখ ৭৫ হাজার টাকা দিয়েছে। কিন্তু এই টাকা আপনাদের কাছে আর এসে পৌঁছয়নি। তৃণমূলের নেতারা কাটমানি খেয়ে শেষ করে দিয়েছে। এই তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেওয়ার সময় হয়ে গিয়েছে। 


শাহ বলেন, ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়েছেন মোদী। ১২ কোটির বেশি শৌচালয় বানিয়েছেন। ১৪ কোটি মানুষকে জল দিয়েছেন। তারপরই তিনি বলেন, "বাংলায় এবার ৩৫ আসনের লক্ষ্যমাত্রা স্থির করেছি। ২০১৯-এ আপনারা ১৮টি আসন দিয়েছিলেন, তারপরই মোদী রামমন্দির তৈরি করেছেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এবার ৩৫টি আসন দিন। বাংলাকে আমরা অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্তি করব।”


মালদার পর রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালের প্রচারেও জনসভায় যোগ দেন অমিত শাহ। রায়গঞ্জের সভা থেকে শাহ আশ্বাস দেন, মোদীজি তৃতীয় বার ক্ষমতায় এলে উত্তরবঙ্গে এইমস হবে। অমিত শাহ বলেন,"রায়গঞ্জে এইমসের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু মমতাদিদি তা রুখে দেন। গ্যারান্টি মোদীজির, আপনারা ৩০ আসন দিন, আমরা উত্তরবঙ্গের জন্য আলাদা এইমস বানিয়ে দেব।"


আরও পড়ুন, West Bengal Lok Sabha Election 2024: 'বিজেপির এক গদ্দার অভিষেককে খুন করার চেষ্টা করছে'



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)