নিজস্ব প্রতিবেদন: "আপনারা লড়ুন, আমরা পাশে আছি। রাজ্যে এই স্বৈরাচারী শাসন চলতে দেব না।" রাজ্য বিজেপি নেতৃত্বকে এমনটাই জানিয়ে দিল্লি উড়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরুলিয়ার সভা শেষে অন্ডাল বিমানবন্দর থেকে বিমানে ওঠেন অমিত শাহ। তাঁকে বিদায় জানানোর পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "পঞ্চায়েত, লোকসভা ও বিধানসভা ভোটে ধাপে ধাপে লড়াই করে তৃণমূলকে রাজ্য থেকে হঠাতে হবে। পুরুলিয়ায় যা ভিড় হয়েছে, এমনটা এ রাজ্যে ইদানীংকালে কোনও রাজনৈতিক দলের সভায় দেখা যায়নি। তৃণমূল সারা জীবনেও এতবড় সভা করতে পারবে না। রাজ্যে বিজেপি এত চাঙ্গা রয়েছে বলেই পার্থবাবু, দিদিমণি এত চিন্তিত।"


সারদা, নারদ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আমরা চাইছি সারদা, নারদকাণ্ডে জেলে ঢোকানো হোক সবাইকে।" কিন্তু, যাদের ধরা হবে, তারাই বিজেপিতে বলে কটাক্ষ করছে বাম-কংগ্রেস। দিলীপবাবুর জবাব,"সিবিআই, সুপ্রিম কোর্ট রয়েছে। দুর্নীতিগ্রস্তদের ধরা হবে।'' 


আরও পড়ুন- বীরভূমে শাহের সভা বাতিল! কারণ জানালেন অনুব্রত মণ্ডল