নিজস্ব প্রতিবেদন:  বাচ্চাদের ডায়পারে ভরে ভল্লুকের পিত্ত পাচার করতে গিয়ে স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার ২। ভূটান থেকে ওই পিত্তগুলি থাইল্যান্ডে পাচার হচ্ছিল বলে টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে। ভারত ভুটান সীমান্তে জয়গাঁয় বনদপ্তরের টাস্ক ফোর্সের অভিযানে উদ্ধার হল হিমালয়ান ব্ল্যাক বিয়ারের ৩০০ গ্রাম পিত্ত। ধৃত ২ ব্যক্তি ভুটানি নাগরিক বলে জানা গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টাস্ক ফোর্সের প্রধান জানান, ভুটান থেকে জয়গাঁ সীমান্ত দিয়ে শিলিগুড়ি হয়ে থাইল্যান্ডে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের পিত্ত পাচার হবে বলে খবর ছিল বন দফতরের আধিকারিকদের কাছে। সেই অনুযায়ী গতকাল  ভুটানি নাগরিক দের ছদ্মবেশে জয়গাঁ সীমান্তে অপেক্ষা করছিল টাস্ক ফোর্সের দল। অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করে নজরদারি চালাচ্ছিলেন তাঁরা। 



সীমান্ত পেরিয়ে নির্দিষ্ট গাড়িটি ভারতে ঢুকতেই তল্লাসি শুরু করেন টাস্ক ফোর্সের কর্মীরা। জেরার মুখে পাচারকারীরা জানায়, বাচ্চার ডায়পারের ভেতর রয়েছে ভল্লুকের পিত্তথলি। বাচ্চার ডায়বার খুলে তল্লাশি করতেই বেরিয়ে আসে পিত্তথলিগুলি। এরই মধ্যে কেঁদে ওঠে শিশুটি।


কান্না থামানোর জন্য মায়ের কোলে শিশুটিকে তুলে দেন টাস্ক ফোর্সের সদস্যরা। ভিড়ের সুযোগ নিয়ে চোখের নিমেষে শিশু নিয়ে পালান মহিলা। মহিলা টিটি নামগেয়াল নামে এক পাচারকারীর স্ত্রী ও সন্তান বলে দাবি টাস্ক ফোর্সের।