নিজস্ব প্রতিবেদন: হাইকোর্টে মামলা জেতার পর পুরনো দল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন সদ্য বিজেপিতে যোগদানকারী আনিসুর রহমান। তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া, ''গণতন্ত্রের জয় হল।এটা মানুষের জয়। অসাংবিধানিকভাবে আমায় সরানো হয়েছিল। মহামান্য আদালত তা খারিজ করেছে। জনগণকে এই জয় উত্সর্গ করলাম।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাঁশকুড়া পুরসভায় দলের অমতে ঘনিষ্ট কাউন্সিলদের ভোটে পুরপ্রধান হয়েছিলেন আনিসুর। তাঁকে ওই পদ থেকে অপসারণ করে তৃণমূল। পরে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন আনিসুর। সেই মামলায় বুধবার আদালত জানাল, পুরপ্রধানের পদ থেকে তাঁকে অপসারণের সিদ্ধান্ত অসাংবিধানিক। 


আরও পড়ুন- পাঁশকুড়ার পুরপ্রধান পদে থাকতে পারবেন বিজেপি নেতা আনিসুর রহমান, জানাল হাইকোর্ট


রায় বেরানোর পর আনিসুর বলেন, ''দীর্ঘদিন ধরে তৃণমূল করছেন করেছি। কিন্তু, দমবন্ধ করা পরিবেশ এখন। চারদিকে হতাশা। সব জায়গায় পরিবারতন্ত্র। কর্মীদের জায়গা নেই।'' 


আনিসুরের দাবি, ২০০৭ সালে এই পুরসভা দিয়ে পরিবর্তনের সূচনা হয়েছিল এই রায়ের মধ্যে দিয়ে পরিবর্তনের পরিবর্তনের সূচনা যে হবে না, তা কে বলতে পারে! গত শনিবার সবংয়ে বিজেপির উপনির্বাচনের প্রচারসভায় পদ্মশিবিরে যোগ দেন আনিসুর রহমান।