নিজস্ব প্রতিবেদন: র‍্যাগিং-এর অভিযোগ নতুন নয়। এবার ফের শিবপুর IIEST-তে ছাত্রকে র‍্যাগিং-এর অভিযোগ উঠল। নাম পরিচয় গোপন রেখে IIEST-র পোর্টালে অভিযোগ জমা পড়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে অ্যান্টি র‍্যাগিং কমিটি। সহায়তা নেওয়া হচ্ছে পুলিসেরও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: চাকরির শেষ দিন, ফেয়ারওয়েলের ব্যস্ততার মাঝেই মিলল ECL কর্মীর গুলিবিদ্ধ দেহ


র‍্যাগিং- এর  জন্য শিক্ষা প্রতিষ্ঠান ছাড়তে হয়েছে, এমন পড়ুয়ার সংখ্যা কম নয়। র‍্যাগিং-এ  গুরুতর জখম এমনকী জীবনহানির মত ঘটনাও বিরল নয়। র‍্যাগিং বন্ধ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয়েছে অ্যান্টি  র‍্যাগিং কমিটি। 


নাম গোপন রেখে অভিযোগ জানানোর অনলাইন ব্যবস্থা হয়েছে। বিধান হয়েছে কড়া শাস্তির। কিন্তু তবুও যে র‍্যাগিং চলছে তা আরেকবার প্রমাণ হল শিবুপুরে। উঠেছে ছাত্রীকে র‍্যাগিং এর অভিযোগ। নাম পরিচয় গোপন রেখে জাতীয় মর্যাদাপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানে পোর্টালে অভিযোগ জমা করেছে। অভিযোগ পেয়েই বৈঠক করে অ্যান্টি  র‍্যাগিং কমিটি।