নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার CBI-এর সামনে হাজিরার সম্ভাবনা অনুব্রত মন্ডলের। গরুপাচার কাণ্ডে CBI-এর কাছে হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার হাজিরার ইচ্ছা প্রকাশ করে CBI-কে চিঠি দেন অনুব্রত মন্ডল। গরুপাচার কান্ডে CBI তলব করে অনুব্রত মন্ডলকে। কিন্তু CBI-এর সামনে হাজিরা দেওয়ার আগেই অনুব্রত মন্ডল পৌঁছে যান এসএসকেএম হাসপাতালে। অসুস্থতার কারনে সেখানে তাঁর চিকিৎসা হয় এবং পরবর্তীকালে হাসপাতাল থেকে ফিরে তিনি চিনার পার্কে নিজের বাড়িতেই ছিলেন। 


চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নেওয়ার পাশাপাশি নিজের চিকিৎসা করাচ্ছেন বলে জানা গেছে। এরপরেই তাঁর তরফে জানানো হয় বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে নিজাম প্যালেসে CBI-র সামে হাজিরা দিতে ইচ্ছুক তিনি। 


আরও পড়ুন: Maiost Poster: জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, খড়গপুরে 'মাওবাদী পোস্টার'!


এর আগে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরে তাঁর আইনজীবীর তরফে চার সপ্তাহ সময় চাওয়া হয়। তিনি জানিয়ে দেন ২১ মে পর্যন্ত বিশ্রাম নিতে বলায় ততদিন তিনি হাজিরা দিতে পারবেন না এবং প্রয়োজনে CBI তাঁকে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে। অন্যদিকে CBI-এর তরফেও কোনও নোটিশ এরপরে পাঠানো হয়নি তাঁকে। 


বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, অনুব্রত মন্ডল সকাল সাড়ে নটায় বাড়ি থেকে বেরোবেন। সামনে ও পিছনে পুলিশের দুটি গাড়ীর কনভয় থাকবে। এর আগেই সিবিআইকে লেখা চিঠিতে অনুব্রত জানিয়েছিলেন, আগামি সপ্তাহে তার একটি অস্ত্রপচার আছে। সূত্রের খবর একগুচ্ছ মেডিক্যাল রিপোর্ট নিয়েই নিজাম প্যালেসে যাবেন অনুব্রত মন্ডোল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)