বাসুদেব চট্টোপাধ্যায়: শরীর ভালো যাচ্ছে না অনুব্রত মণ্ডলের। সোমবার তাঁকে আসানসোল সংশোধনাগার থেকে আনা হল আসানসোল জেলা হাসপাতালে। ঠিক কী ধরনের সমস্যা তাঁর হচ্ছে তা অপাতত জানা না গেলেও হাসপাতালে ঢোকার মুখে তিনি জানান তাঁর শরীর একেবারেই ভালো নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বাড়ছে তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা


উচ্চ রক্তচাপ, সুগার, ফিসচুলা, হৃদযন্ত্রের সমস্যা-সহ একাধিক সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের। সেইসব সমস্যা নিয়ে তিনি একাধিকবার কলকাতার হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাঁকে ভর্তি নেয়নি। এর আগেও শারীরিক সমস্যা নিয়ে আসানসোল হাসপাতালে গিয়েছেন অনুব্রত। তাঁকে শারীরিক পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে। আজ যখন তিনি হাসপাতালে ঢোকেন সেইসময় তখন তাঁকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, কী সমস্যা, আপনি কি হাসপাতালে ভর্তি হবেন? ওইসব প্রশ্নের কোনও উত্তর দেননি অনুব্রত।


আসানসোল জেলা হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত আজ শারীরিক পরীক্ষা করে দেখবেন ডা শুভজিত্ দত্ত, ডা স্মরণ হেমব্রম, ডা জয়ন্ত গঙ্গোপাধ্যায় ও হাসপাতাল সুপার ডা উত্তম কুমার রায়। শোনা যাচ্ছে, জেলে থেকে খানিকটা ওজন কমেছে অনুব্রতর। বর্তমানে তাঁর ওজন ১০০ কেজি থেকে কমে হয়েছে ৯১ কেজি।


অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। এনিয়ে দিল্লি হাইকোর্টে মামলাও চলছে। এক্ষেত্রে ইডির যুক্তি ছিল, অনুব্রত মণ্ডলের যেসব সম্পত্তি রয়েছে তার মধ্যে রয়েছে দিল্লির সি আর পার্কের একটি ফ্ল্যাট। গোরু পাচার মামলায় মানি ট্রেইল দিল্লি পর্যন্ত বিস্তৃত। গোটা দেশেই তদন্ত করে ইডি। তাই তাকে দিল্লি এনে জেরা করতে কোনও বাধা নেই। এর আগে অনুব্রত প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি আনার নির্দেশ দেয় রাউজ অ্যাভিনিউ আদালত।


অনুব্রতর চিকিৎসা নিয়ে আসানসোল জেলা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সুপার ডা উত্তম কুমার রায় বলেন অনুব্রত মণ্ডল এর শরীরে সেরকম কোন অসুবিধা নেই। যে ওষুধগুলো তিনি খান সেই ৩৪ টি ঔষধই তিনি খাবেন। তার পাইলসে একটু সমস্যা রয়েছে তার জন্য এখন আপাতকালীন কোন চিকিৎসার প্রয়োজন নেই। তার ব্লাড প্রেসার ১৩০ / ৮০। পালস রেট ৮৩। সুগার লেভেল ১১১ মিলিগ্রাম পার ডিএল। ওজন ১০০ কেজি থেকে কমে হল ৯১ কেজি। অক্সিজেন লেভেল ৯৯%। বর্তমানে কোন ইমার্জেন্সি চিকিৎসার দরকার নেই। যে ওষুধগুলি তিনি খান সে ওষুধগুলি খেলেই হবে। যদি কোন সমস্যা হয় তাহলে এই হাসপাতালে আসতে অনুরোধ করব।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)