নিজস্ব প্রতিবেদন : আর একটু হলেই বড়সড় দুর্ঘটনা ঘটে ‌যেতে পারত। অল্পের জন্য বাঁচলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার রামপুরহাটে অনুব্রতর গাড়ির লুকিং গ্লাসকে ছুঁয়ে ‌যায় একটি পাথর বোঝাই ডাম্পার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন অনুব্রত মুরারইয়ে গিয়েছিলেন দলের একটি সম্মেলনে ‌যোগ দিতে। সেখান থেকে ফেরার পথে রামপুরহাট ঢোকার মুখে ওই দুর্ঘটনা ঘটে। রামপুরহাট বাসস্ট্যান্ডের কাছে অনুব্রতর পাইলট কার বেরিয়ে ‌যেতেই একটি পাথর বোঝাই ডাম্পার গাড়ির লাইন ভেঙে তৃণমূল নেতার গাড়ির মুখোমুখি হয়ে ‌যায়। কোনও রকমে ডাম্পারটিকে পাস কাটান অনুব্রতর গাড়ির চালক। ডাম্পারের ধাক্কায় অনুব্রতর গাড়ির লুকিং গ্লাস ভেঙে ‌যায়। তবে গড়িতে বড়সড় কোনও আঘাত লাগেনি। ভেতরে থাকা অনুব্রতও অক্ষত।


আরও পড়ুন-পুলিসের অনুমতি না পেলেও রাম নবমীতে শোভাযাত্রা, হুঁশিয়ারি ভিএইচপি-র


পুলিস ডাম্পারের চালককে আটক করেছে। এনিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমে অনুব্রত বলেন, ‘ঈশ্বর ‌যতদিন রাখবেন ততদিন পৃথিবীতে থেকে কেউ আমাকে সরিয়ে দিতে পারবে না। সঙ্গে আল্লা, ঈশ্বর রয়েছেন।’