একটা পাগল ভিসি, তোকে পরে দেখব, আলোচনাসভা বিতর্কে হুঁশিয়ারি Anubrata-র
উপাচার্যের তত্ত্বাবধানে ১৮ মে বিকেল ৪টেয় আলোচনা সভা ডেকেছিল বিশ্বভারতী (Visva Bharati)।
নিজস্ব প্রতিবেদন: দুশো আসনের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। কিন্তু ধারেকাছেও ঘেঁষতে পারেনি বিজেপি। কেন এমন হাল? সেনিয়ে আলোচনা সভা ডেকে বিতর্ক সৃষ্টি করেছিলেন বিশ্বভারতীর (Visva Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সমালোচনার মুখে তা বাতিল করল কর্তৃপক্ষ। গোটা ঘটনায় উপাচার্যকে পরে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।
অনুব্রত (Anubrata Mondal) এ দিন বলেন,''একটা পাগল ভিসি। বিশ্বভারতীতে কোনওদিন রাজনীতি হয় না। আমরা ইন্দিরা গান্ধীকে দেখেছি, রাজীব গান্ধীকে দেখেছি। ওঁরা হেলিকপ্টার নামাত না। ওঁর এত দুঃসাহস মানছে না বাংলার মানুষ। এখন সামনে করোনা। আগে করোনার জন্য মানুষের পাশে থাকি। তোকে পরে দেখব।''
উপাচার্যের তত্ত্বাবধানে ১৮ মে বিকেল ৪টেয় আলোচনা সভা ডেকেছিল বিশ্বভারতী (Visva Bharati)। বিষয়- 'কেন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে জিততে পারল না বিজেপি।' এই ধরনের দলীয় আলোচনা বিশ্বভারতীর মান ক্ষুন্ন করছে বলে দাবি করেন আশ্রমিক, পড়ুয়া থেকে সজাগ নাগরিকরা। বিতর্কের জেরে অনিবার্য কারণে আলোচনা সভা বাতিলের ঘোষণা করে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আরও পড়ুন- আপনার অবস্থান মানতে পারছি না, Mamata-র দাবিতে 'বিস্মিত' রাজ্যপালের জবাবি পত্র