নিজস্ব প্রতিবেদন : 'যে যা-ই বলুক। বিধানসভা নির্বাচনে খেলার শেষে ফাইনালে জিতব আমরা-ই।' এদিন বীরভূমের সিউড়িতে বিরোধীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়লেন অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। হুঙ্কার দিলেন বিধানসভা নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল জেলা সভাপতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন সিউড়িতে (TMC) তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন জেলা সভাপতি অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। বৈঠকে অনুব্রত মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, নেত্রীরা। বিধানসভা নির্বাচনের আগে মানুষেক সঙ্গে জনসংযোগ কীভাবে আরও বাড়াতে হবে, বিরোধীদের সাথে লড়াইয়ে রণকৌশল কী হবে, ভোটমুখী বাংলায় রাজনৈতিক লড়াইয়ে সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের ভূমিকা কী থাকবে, এধরনের একাধিক বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় বলে সূত্রের খবর।


এই বৈঠকের শেষেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধীদের উদ্দেশে কার্যত হুঙ্কার জানিয়ে চ্যালেঞ্জ ছোঁড়েন অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। একদিকে যখন "বিজেপি (BJP) বলছে খেলা শেষ হয়ে গিয়েছে, কেউ বা বলছেন খেলা শেষ করব আমরা", তখন উত্তরে অনুব্রত মন্ডল বলেন, "খেলা তো এখনও শুরু-ই হয়নি! তাহলে শেষ কী করে হল? খেলা সবে শুরু হয়েছে। আর খেলার ফাইনালে জিতব আমরা-ই।" পাশাপাশি, বৈঠকে উপস্থিত দলীয় কর্মীদের দেখিয়ে অনুব্রত মন্ডল আরও বলেন,"এরা সবাই খেলোয়াড়। দেখে কি মনে হচ্ছে আমরা ক্লান্ত? কেমন স্পিড দেখতে পাচ্ছেন না?" একইসঙ্গে বীরভূম জেলায় বিজেপি শীর্ষ নেতৃত্বের ৪ দিনের সফরসূচিকেও কটাক্ষ করেন তৃণমূল (TMC) জেলা সভাপতি। বলেন, "চার দিন কেন? সাত দিন করলে আরও ভালো হত।"


আরও পড়ুন, 'ধর্ষণ' নয়, 'গণধর্ষণ' করা হয়েছে জোড়াবাগানের নাবালিকাকে


রাজ্যে ৭২,০০০ কোটির বিনিয়োগ, লক্ষাধিক চাকরির ঘোষণা Mamata-র; কাল্পনিক, কটাক্ষ BJP-র