নিজস্ব প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদন: দলনেত্রী সতর্ক করার পরও শোধরালেন না অনুব্রত মণ্ডল। পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের রীতিমতো শাসানি দিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার রামপুরহাটের আখিরা গ্রামে তৃণমূলের জনসভায় অনুব্রত মণ্ডল বলেন, ''আমি পঞ্চায়েত নির্বাচন করাতে আসিনি। আমি এসেছি লোকসভা ভোট করতে।  পঞ্চায়েতে অঞ্চল সভাপতিরাই যথেষ্ট। কেউ মনোনয়ন জমা দেবেন না।''


আরও পড়ুন- পাঁশকুড়া থেকে পরিবর্তনের সূচনা, এখান থেকেই পরিবর্তনের পরির্বতন হবে: আনিসুর


মালদহের আফরাজুল হত্যাকাণ্ডের প্রসঙ্গে রবিবার অনুব্রত মণ্ডল বলেছিলেন, ''রাজস্থানের মতো ঘটনা আমার জেলায় ঘটলে যত বড় বিজেপি নেতাই হোন না কেন! আমি তাকে পুড়িয়ে মারতাম।'' এর আগেও বিরোধীদের ও পুলিসকে হুমকি দিয়েছেন বীরভূমের এই তৃণমূল নেতা। সোমবার বর্ধমানের কাঁকসার সভায় মমতা বলেন, ''আমি কেষ্টকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, আর বাজে কথা না বলে। ওরা বাজে কথা বললেও আমরা বলব না।'' কিন্তু, সে কথা শুনলেন না অনুব্রত।