জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়লা পাচারকাণ্ডে আত্মসমর্পণ মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার। আসানসোল সিবিআই আদালতে অনুপ মাজির আত্মসমর্পণ। আত্মসমর্পণের পর আসানসোল সিবিআই আদালতে শর্তসাপেক্ষে জামিন পান তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লালার জামিনে কী কী শর্ত? পুরুলিয়ার নিতুড়িয়ার বাড়ির ৫০ কিলোমিটারের বাইরে যাওয়া যাবে না। ২১ মে চার্জ গঠনের আগে সব ট্রায়ালে উপস্থিত থাকতে হবে। এদিন সিবিআই ও আদালতকে মামলায় সহযোগিতা করার নির্দেশ দেয় আদালত। তিন বছর ধরে রক্ষাকবচ পেলেও কেনও আবেদন করল না সিবিআই? এদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে জানতে চান আসানসোল বিশেষ আদালতের বিচারক। তবে লালার আত্মসমর্পণের পরই তুঙ্গে উঠেছে জল্পনা। কয়লা পাচারকাণ্ডে কি তাহলে এবার আরও নতুন তথ্য হাতে আসতে চলেছে? 


প্রসঙ্গত, সিবিআই-এর পাশাপাশি কয়লা পাচার মামলার তদন্ত করছে ইডিও। এখন শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে, সিবিআই লালাকে গ্রেফতার করতে পারবে না বা তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না। তবে সুপ্রিম কোর্টে সিবিআই-এর মামলায় লালাকে রক্ষাকবচ দেওয়া হলেও, ইডির মামলায় তেমন কোনও বাধ্যবাধকতা নেই। ফলে আজ লালা আত্মসমর্পণ করায় প্রশ্ন উঠছে যে এবার ইডি তাঁকে গ্রেফতার করবে কি না। এই নিয়ে জল্পনাও তৈরি হয়েছে। সিবিআই বিশেষ আদালত নির্দেশ দিয়েছে দ্রুত তদন্ত শেষের নির্দেশ দিয়েছে। ২১ মে মামলার চার্জ গঠন। তার এক সপ্তাহ আগে সিবিআই বিশেষ আদালতে আত্মসমর্পণ অনুপ মাঝির।


উল্লেখ্য, লালার সঙ্গে যোগ রয়েছে গরু পাচারের 'মাথা' এনামুল হকের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ ওঠে। অভিযোগ, কয়লা পাচারের 'সেফ প্যাসেজ'-এর জন্য লালা এনামুল হকের সাহায্য নিতেন। এছাড়াও পুলিস, ইস্টার্ন কোল্ডফিল্ড, রেল কর্তাদের একাংশেরও লালার সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ।


আরও পড়ুন, C V Ananda Bose controversy: পাঁচতারা হোটেলে নৃত্যশিল্পীকে ধর্ষণ বোসের! রাজ্যপালের বিরুদ্ধে 'বিস্ফোরক' রিপোর্ট...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)