নিজস্ব প্রতিবেদন:  লক্ষ্য রাজ্যের যুব সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী আগেই ‘কর্ম সাথী প্রকল্প’-এর কথা ঘোষণা করেছিলেন । সেই প্রকল্পের সরকারি গেজেট নোটিফিকেশন হল। এমএসএমই দফতর এই বিজ্ঞপ্তি জারি করেছে।



বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ১৮ থেকে ৫০ বছর বয়স্ক যে কেউ নিজের কোম্পানি স্থাপন করার জন্য রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবে। সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত সফট লোন দেওয়া হবে।



 অষ্টম শ্রেণি উত্তীর্ণ যে কেউ আবেদন করতে পারবেন। আবেদনপত্র খতিয়ে দেখার জন্য জেলা ও ব্লক স্তরে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে।


'করোনাকে দূরে সরিয়ে পুজো সবার আনন্দে কাটুক', ট্যুইটে মহালয়ার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্বপ্নের প্রকল্প এটি। রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এই প্রকল্প।