নিজস্ব প্রতিবেদন: তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিনের আবেদন নাকচ করে দিল বারুইপুর আদালত। তাঁকে ফের ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক দেবাঙ্গিনী রায়। অসুস্থতার কারণে মঙ্গলবার আদালতে উপস্থিত থাকতে পারেননি আরাবুল ইসলাম। আদালতকক্ষে উপস্থিত হলে, তবেই আরাবুলের জামিনের আবেদন গ্রহণ করা হবে বলে বিচারক স্পষ্ট জানিয়ে দিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মেয়াদ শেষ সুরজিত কর পুরকায়স্থের, রাজ্য পুলিসের নতুন ডিজি হচ্ছেন বীরেন্দ্র


এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলে থেকেও নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিরক্ষা কমিটির সরিফুল ইসলামকে ২০০০-এর বেশি ভোটে হারিয়ে ভাঙড়ে জয় ছিনিয়ে নেন আরাবুল।


আরও পড়ুন:  বন্ধ হয়ে গেলো সিটি সেন্টার লাগোয়া জনপ্রিয় এই রেস্তোরাঁ


১১ মে জমিরক্ষা আন্দোলন কমিটির মিছিলে হামলার অভিযোগ ওঠে আরাবুল অনুগামীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় নির্দল প্রার্থী হাফিজুল মোল্লার। এই ঘটনায় মূল অভিযোগের তির ওঠে আরাবুল ইসলামের বিরুদ্ধে। আরাবুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ দেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরই আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিস। যদিও, আরাবুল ইসলাম দাবি করেন, তিনি নির্দোষ।