নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ যাওয়ার পথে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে গ্রেফতার হল কুখ্যাত অস্ত্র কারবারি শান্তনু পাল। মুম্বই পুলিসের হাত থেকে পালিয়ে বাংলাদেশ যাচ্ছিল শান্তনু। সেইসময়ই তাকে ধরে ফেলে বসিরহাট থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, মামাবাড়ি বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি ভাইবোনের


২০১৫ সালে আগ্নেয়াস্ত্র বিক্রি ও গুলি চালানোর অভিযোগে ৩ বছরের জেল হয় কুখ্যাত দুষ্কৃতী শান্তনু পালের। ২০১৬ জুন মাসে আর্থার রোড জেল থেকে প্যারোলে মুক্তি পায় সে। বাড়ি ফেরার পথে পুলিসের গাড়ি থেকে পালিয়ে যায় শান্তনু। তারপর থেকে দীর্ঘদিন আত্মগোপন করেছিল।


আরও পড়ুন, গঙ্গায় ধরা পড়ল বিশালাকার কচ্ছপ! ওজন শুনলে হাঁ হয়ে যাবেন


গোপন সূত্রে মুম্বইয়ের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড খবর পায়, ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর ছক কষছে শান্তনু। সোর্স মারফত সেই খবর পেয়েই বসিরহাট থানার পুলিসের সঙ্গে যোগাযোগ করে মুম্বই এটিএস। এরপর বৃহস্পতিবার ভোর রাতে যৌথ অভিযান চালায় মুম্বইয়ের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ও বসিরহাট থানার পুলিস।


আরও পড়ুন, ভিনরাজ্যে কর্মরত বাবার থেকে টাকা নিত ‘নকল’ ছেলে, পর্দা ফাঁসের ভয়েই খুন ছাত্র!


ঘোজাডাঙা সীমান্ত থেকে গ্রেফতার করা হয় শান্তনুকে। আজ বসিরহাট মহকুমা আদালত তোলা হয় কুখ্যাত অস্ত্র কারবারিকে। ট্রানজিট রিমাইন্ডে ফের মুম্বইয়ে নিয়ে যাওয়া হচ্ছে শান্তনু পালকে।