নিজস্ব প্রতিবেদন:  টিকিয়াপাড়ায় ফের অস্ত্র কারখানার হদিস। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রথযাত্রা নিয়ে লালবাজারে বিজেপির সঙ্গে বৈঠকের ভিডিও বুধবার জমা দিতে হবে রাজ্যকে: হাইকোর্ট


গঙ্গারাম বৈরাগি লেনে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিস। তল্লাসিতে চল্লিসটি পিস্তল উদ্ধার হয়। আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর  সরঞ্জামও উদ্ধার করেছে পুলিস। মূলত লেদের কাজের আড়ালেই চলত আগ্নেয়াস্ত্র অস্ত্র তৈরি।


এর আগে টিকিয়াপাড়াতেই একটি অস্ত্র কারখানার খোঁজ পায় পুলিস। সেই সূত্র ধরেই এই কারখানার খোঁজ মেলে। খবর পেয়ে মঙ্গলবার রাতেই ঘটনাস্থলে যান হাওড়ার পুলিস কমিশনার তন্ময় রায়চৌধুরী সহ পদস্থ কর্তারা।  গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ধৃতরা ভিনরাজ্যের বাসিন্দা। কীভাবে জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। গত সাত বছর ধরে চলছে অস্ত্র কারখানা, অথচ কেউ কিছুই টের পেল না? এমনটাও কী হতে পারে?


আরও পড়ুন: আপাতত ‘থামল’ রথ, পদযাত্রায় বিকল্প ভাবনা বঙ্গ বিজেপির


এবিষয়ে প্রশ্ন করা হয় স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, বাড়ির কাছেই অস্ত্র কারখানা। কিন্তু সবসময়েই বন্ধ থাকত । তাই ভেতরে কী হত, তা বুঝতেই পারেননি স্থানীয় মানুষ।  এমনকি বাইরে থেকে জিনিসপত্র আনা-নেওয়া করতেও দেখা যায়নি কখনও। এই ঘটনায় আর কে কে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিস।