নিজস্ব প্রতিবেদন : অসুস্থ মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রাজ্যের সমবায় মন্ত্রীকে। জানা গিয়েছে, গতকাল থেকেই বুকে যন্ত্রণা অনুভব হচ্ছিল তাঁর। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্তমানে উডল্যান্ডস হাসপাতালের এমার্জেন্সিতে চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিত্সকদের কড়া নজরদারিতে রয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। হাসপাতাল সূত্রে খবর, ইসিজি করা হয়েছে মন্ত্রীর। ইসিজিতে সামান্য সমস্য়া পাওয়া গিয়েছে। তবে বড় কিছু ধরা পড়েনি। বিকেলে হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মন্ডল মন্ত্রী অরূপ রায়কে দেখবেন। এখন তিনি ঠিক আছেন বলেই হাসপাতাল সূত্রে খবর।


জানা গিয়েছে, গতকাল বিকেলে হাওড়া সদর তৃণমূল কার্যালয়ে কাজ করার সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন অরূপ রায় (Arup Roy)। এরপর বাড়ি চলে যান তিনি। বাড়িতেই প্রাথমিক চিকিত্সা হয়। বাড়িতে এসেই দেখে যান চিকিৎসকরা। প্রয়োজনীয় ওষুধপত্র দেন। কিন্তু রাত ৩টে নাগাদ ফের বুকে যন্ত্রণা অনুভব করেন মন্ত্রী। এরপরই আজ সকালে চিকিৎসক এসে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেইমত তাঁকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


আরও পড়ুন, রাজ্যের ৩০ শতাংশ ভোটারকে খুশি করতেই নেতাজিকে অপমান করেছেন Mamata-জি : Kailash


'ন্যূনতম ভাড়া ১৪ টাকাই করতে হবে,' ৩ দিনের Bus Strike ঠেকাতে আজ বৈঠকে পরিবহন দফতর