নিজস্ব প্রতিবেদন: সিবিআইয়ের (CBI) তৃতীয় সমন এড়িয়ে গিয়েছেন কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। গা ঢাকা দিয়েছে সে। বৃহস্পতিবার লালার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়লাকাণ্ডে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে লালার বিরুদ্ধে। কয়লা খনির কর্মীদের প্রলোভন দেখিয়ে অবৈধ ব্যবসা পেতেছিল সে। গরুপাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হকের সঙ্গে আঁতাঁত ছিল তার। এনামুলের মাধ্যমে উত্তরবঙ্গে সে কয়লা পাচার করত বলে তদন্তে জানতে পেরেছে সিবিআই। ইতিমধ্যেই কলকাতা, পুরুলিয়া, দুর্গাপুরে লালার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। হাজিরার জন্য তিনবার সমন দেওয়া হয়েছে। তবে লালার হদিশ নেই। লালা যাতে বিদেশে পালাতে না পারে সে জন্য তার বিরুদ্ধে ইতিমধ্যেই জারি হয়েছে লুক আউট নোটিস।


তিন বার সমন উপেক্ষা করার পর বৃহস্পতিবার লালার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এর পাশাপাশি লালার সহযোগী রতনেশ বর্মার বিরুদ্ধেও জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। রতনেশকে দু'বার সমন পাঠিয়েছিল সিবিআই।


আরও পড়ুন- Visva Bharati-তে CM-কে আমন্ত্রণ-চিঠি প্রকাশ BJP-র, 'ভাই কবে ডাকল? কখন ডাকল?: Mamata