নিজস্ব প্রতিবেদন: আসানসোলের কুলটির যুবক সঞ্জীত পাসোয়ান খুনের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এক বছর আগে সঞ্জীতের হাতে স্বামীর খুন হওয়ার বদলা নিতেই পাল্টা খুনের ছক কষেছিল স্ত্রী।  তদন্তে নেমে পুলিস  কুলটির চিনাকুড়ির  এক মহিলা ও  এক যুবককে গ্রেফতার করেছে। তাদের জেরা করেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তদন্তে জানা গিয়েছে, ২০১৭ সালে কুলটির চিনাকুড়ির বাসিন্দা রাজ কাপুর সিং ওরফে গব্বর খুন হয়। ওই ঘটনায় উঠে আসে সঞ্জীত পাসোয়ানের নাম। পুলিস তাকে গ্রেফতার করলেও পরে ছাড়া পেয়ে যায় সে। এরপরই স্বামীর খুনের বদলার ছক কষতে থাকে রাজ কাপুরের স্ত্রী বাসন্তী। এলাকারই যুবক মুকেশ মণ্ডলের সঙ্গে জোট বেঁধে সঞ্জীতকে খুনের ফন্দি আটে বাসন্দী। তারপর সুযোগ বুঝে অপারেশন চালায়।


আরও পড়ুন: এবার কুলটিতে ভরসন্ধ্যায় শুটআউট, ১৫ ঘণ্টার পর উদ্ধার যুবকের দেহ


প্রসঙ্গত, গত সোমবার কুলটিতে প্রকাশ্য সন্ধ্যায় শুটআউট হয়। ত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এক বাইক আরোহীকে অনুসরণ করছিল কয়েক জন যুবক। চিনাকুড়ি এলাকাতেই বাইকটিকে ঘিরে ফেলে তারা। এরপরই বাইক থামিয়ে ওই যুবককে খুব কাছ থেকে গুলি করা হয়। তারপরই রক্তাক্ত ওই  যুবককে নিয়ে এলাকা থেকে চম্পট দেয় তারা।


আরও পড়ুন: আপাতত ‘থামল’ রথ, পদযাত্রায় বিকল্প ভাবনা বঙ্গ বিজেপির


সোমবার রাতভর এলাকায় তল্লাশি চালায় পুলিস। মঙ্গলবার সকালেঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর  চিনাকুড়ির পাশের গ্রাম ভালাডি থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিস জানতে পারে, দেহটি এলাকারই যুবক সঞ্জীত পাসোয়ানের। পরিবারের তরফে এলাকারই ৬ জনের বিরুদ্ধে নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়।  পুলিস জানতে পারে, সঞ্জীতও পুরনো একটি খুনের ঘটনায় জড়িত। তখনই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এক বছর আগে খুন হওয়া রাজ কাপুর ওরফে গব্বরের পরিবারের সদস্যদের ওপর নজর পড়ে পুলিসের। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতেই রহস্যের পর্দা ফাঁস হয়।  বাকি ৪ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।