Asansol Shootout: উত্তপ্ত আসানসোল! টোটো পার্কিংকে কেন্দ্র করে গুলি দোকান মালিককে
দোকানের কাছে টোটো পার্কিং করেছিল জামবাদ খনি এলাকার বাসিন্দা টোটো চালক পরেশ ঘোষ। বুধবার সন্ধ্যায় গাড়ি রাখাকে কেন্দ্র করে বাবা নিশীথ ও ছেলে শিবনাথের সঙ্গে বচসায় জড়ায় টোটো চালক পরেশ। হাতাহাতির ঘটনাও ঘটে।
বাসুদেব চট্টোপাধ্যায়: দোকানের সামনে টোটো পার্কিং-কে কেন্দ্র করে শুরু হয় বচসা। আর তার জেরেই গুলি চালানোর অভিযোগ। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে। বুধবার রাতে জামুরিয়ার কেন্দাতে ঘটেছে এই ঘটনা।
অভিযোগ শ্যুট আউটের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন শিবনাথ পাল নামে এক যুবক। জামুরিয়ার বিজয়নগরে নিশীথ পাল নামে এক ব্যক্তির বাড়ি। সেখানেই তার ছেলে শিবনাথের ছাতুর শরবতের দোকান।
আরও পড়ুন: LIVE: সাতসকালে পাটুলিতে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিবিআই
দোকানের কাছে টোটো পার্কিং করেছিল জামবাদ খনি এলাকার বাসিন্দা টোটো চালক পরেশ ঘোষ। বুধবার সন্ধ্যায় গাড়ি রাখাকে কেন্দ্র করে বাবা নিশীথ ও ছেলে শিবনাথের সঙ্গে বচসায় জড়ায় টোটো চালক পরেশ। হাতাহাতির ঘটনাও ঘটে।
এরপরেই ওই টোটো চালক স্থানীয় বাসিন্দা ও তার বন্ধু সাগর পাল নামে এক যুবককে ডেকে নিয়ে আসে। শেষ পর্যন্ত বচসায় সাময়িকভাবে মীমাংসাও হয়। তবে টোটো চালক তার বাবা ও ছেলেকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে টোটো চালক ফিরে এসে দোকানে বসে থাকা শিবনাথকে লক্ষ্য করে গুলি চালায় বলে আভিযোগ।
আরও পড়ুন: Cow Smuggling: ভিনরাজ্য থেকে সমুদ্রপথে আনা হয়েছিল ট্রলার বোঝাই গোরু, হাতনাতে ধরে ফেলল গ্রামবাসীরা
জানা গিয়েছে একটি গুলি লাগে ছাতুর শরবতের একটি ঘটিতে। অন্যটি কানের পাশ হয়ে চলে যায়। জানা গিয়েছে এই ঘটনায় দুই রাউন্ড গুলি চলে।
এই ঘটনায় বুধবার রাতে জামুরিয়া থানার কেন্দা ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। কেন্দা থানার পুলিস একটি গুলির খোলও উদ্ধার করেছে। অভিযোগের ভিত্তিতে ওই টোটো চালকের বন্ধু সাগর পালকে পুলিস আটক করে। মূল অভিযুক্ত টোটো চালক পরেশ ঘোষ পলাতক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)