রামনবমীতে উর্দি পরে লাঠিখেলায় `মত্ত` পুলিসকর্মী!
ছবি সামনে আসতেই বিতর্ক।
নিজস্ব প্রতিবেদন : গায়ে পুলিসের খাকি উর্দি। উর্দি পরেই হাতে লাঠি নিয়ে লাঠিখেলায় 'মত্ত' এক পুলিসকর্মী। সামনে এসেছে এমনই একটি ছবি। আর সেই ছবি সামনে আসতেই চাঞ্চল্য দেখা দিয়েছে। শুরু হয়ে গিয়েছে বিতর্ক।
ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটিতে। ছবিতে দেখা যাওয়া খাকি উর্দি পরে লাঠিখেলায় ব্যস্ত ওই পুলিসকর্মীর নাম বরুণ মণ্ডল। নিয়ামত পুলিস ফাঁড়ির এএসআই বরুণ মণ্ডল। গতকাল রামনবমী উপলক্ষে কুলটি থানার অন্তর্গত বেজডির একটি আখড়ায় উর্দি পরে লাঠি খেলতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন, কাদের জন্য গদা, তরোয়াল ব্যবহার করা হবে? রামনবমীর মিছিলে স্পষ্ট করলেন দিলীপ ঘোষ
পুলিসকর্মীর লাঠিখেলা পাশে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে দেখা যায় আখড়ার সবাইকে। কিন্তু কর্তব্যরত অবস্থায় এভাবে উর্দি পরে লাঠিখেলায় স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।