নিজস্ব প্রতিবেদন : এক ব্রিজ। উদ্বোধন হতে চলেছে দু'বার। বর্ধমানে এশিয়ার বৃহত্তম ঝুলন্ত রেলব্রিজ ঘিরে তৈরি হয়েছে এমনই পরিস্থিতি।  প্রায় তিনশো কোটি টাকার এই প্রকল্পের ব্যয়ভার অর্ধেক অর্ধেক বহন করেছে রাজ্য-রেল। সাধারণত যে কোনও রেল ওভার ব্রিজের ক্ষেত্রে সেটাই নিয়ম। ওভারব্রিজের অংশ তৈরি করে রেল। বাকি রাস্তার অংশ তৈরি করে পূর্ত দফতর। উদ্বোধন হয় যৌথভাবে। কিন্তু, বর্ধমান রেলব্রিজের উদ্বোধন ঘিরে শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাতের পরিস্থিতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



মঙ্গলবার ব্রিজের উদ্বোধন করতে যাচ্ছেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। থাকবেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও। আবার ৩০ সেপ্টেম্বর একই ব্রিজের উদ্বোধন করার কথা রেলমন্ত্রী পীযূষ গয়ালের। আসলে মঙ্গলবার ব্রিজের দুই পাশের সংযোগকারী রাস্তার উদ্বোধন করবেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। অন্যদিকে ৩০ সেপ্টেম্বর ব্রিজের উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।



অর্থাত্ মঙ্গলবার রাস্তার উদ্বোধন হয়ে গেলেও গাড়ি ব্রিজে ওঠার পর ব্রিজের অপর দিকে নামার সুযোগ পাবেনা। ৩০ সেপ্টেম্বর ব্রিজ উদ্বোধনের পরই ব্রিজ দিয়ে যাববাহন যাতায়ত করতে পারবে বলে জানা গিয়েছে।
 


আরও পড়ুন - 'চিন্তা করবেন না, নথি দরকারে বানিয়ে দেওয়া হবে', ফলতায় গিয়ে NRC নিয়ে আশ্বাস দিলেন অভিষেক