নিজস্ব প্রতিবেদন: কাটমানি ফেরত চেয়ে ডোমকলে প্রহৃত হলেন এক ব্যক্তি। ইতিমধ্যেই কাটমানি ইস্য়ুতে সোচ্চার হয়েছে গোটা রাজ্য। সোমবার ডোমকল পৌরসভার কাউন্সিলারের বিরুদ্ধে কাটমানি নিয়ে কথা বলতে গিয়ে মার খেলেন ওই ব্যক্তি। সোমবার রাতে গুরুতর আহত ওই ব্যক্তিকে ডোমকল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কাটমানি ফেরতের দাবিতে উত্তাল রাজ্য, অবস্থান বিক্ষোভ তুফানগঞ্জ, চুঁচুড়ায়


খুশবুব মণ্ডল নামে ঐ ব্যক্তির অভিযোগ, গাবতলা মোড়ে ডোমকল পৌরসভার 'হাউস ফর অল' প্রকল্পের জন্য বাড়ি পিছু ৬০-৭০ হাজার টাকা কাটমানি নিয়েছেন। শুধু তাই নয় টাকা নিয়ে চাকরির টোপও নিয়েছেন তিনি। এ ছাড়াও ঠিকাদারির কাজেও মোটা অঙ্কের কমিশন নেন বলে দাবি করেছেন ওই ব্যক্তি। জানা গিয়েছে এমনই একাধিক অভিযোগে সোচ্চার হলে পৌরসভার কাউন্সিলার মাজেদুল শেখের ঘনিষ্টরা তার ওপরে চড়াও হয়ে মারধর করে, এমনকী প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।



তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে অপর পক্ষ জানিয়েছেন, মদ্যপ অবস্থায় থাকার কারণেই পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি। রাতেই আহত খুশবুব কে ডোমকল থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই হাসপাতালে ভর্তি করা হয়।