নিজস্ব প্রতিবেদন: জামাইষষ্ঠীর আগে বাঙালিদের জন্য সুখবর। ওড়িশা থেকে দিঘায় এল ২টন ইলিশ। দিঘার ব্যবসায়ী মহলের খবর, এখন থেকে ইলিশের এরকম আমদানি হামেশাই চলবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-স্বপ্নের নায়ক Sonu Sood!দেখা করতে হায়দ্রাবাদ থেকে মুম্বই খালি পায়ে হেঁটে এলেন ভক্ত



বৃহস্পতিবার ওইসব ইলিশ(Hilsa) এসেছে দিঘা-ওড়িশা সীমান্তের 'বিকেপি' মাছের আড়তে। খবর ছড়িয়ে পড়তেই আড়তে হুড়োহুড়ি পড়ে যায় ব্যবসায়ীদের। দিঘায়(Digha) ইলিশ ধরা  আপাতত বন্ধ রয়েছে। কিন্তু ওড়িশায় তা  উঠে যাওয়ায় সেখান থেকে তা দিঘায় ঢুকেছে।


আরও পড়ুন-Rainfall: মে মাসের বৃষ্টিপাতে ১২০ বছরে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড, জানাল IMD


যেসব ইলিশ এসেছে তাদের ওজন ৩০০ গ্রাম থেকে ১ কেজি। ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৩০০ টাকা কেজি। অন্যদিকে, ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৫০০ টাকা, ৬০০-৮০০ গ্রাম ওজনের মাছের দাম ৮০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশের দাম হাজার টাকা কেজি।