নিজস্ব প্রতিবেদন: এনআরসি ও সিএএ নিয়ে তৈরি হওয়া বিবাদে রাজ্যে জমি শক্ত করার আশা দেখছে বিজেপি। এরকম এক আবহে খানিকটা খারাপ খবর রাজ্যের গেরুয়া শিবিরে। রবিবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূলে যোগ দিলেন ২০০০ বিজেপি সমর্থক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনা ভাইরাস আক্রান্তদের রাখা হবে বিশেষ আইসোলেশন ওয়ার্ডে, তৈরি মেডিক্যাল কলেজ


এদিন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী  জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে যোগ দেন ওইসব বিজেপি সমর্থকরা।  যোগদানকারীদের মধ্যে রয়েছেন সন্দেশখালি বিধানসভার মণিপুর অঞ্চল বিজেপির মণ্ডল সভাপতি অসীম মণ্ডল।  তাঁর সঙ্গেই তৃণমূলে যোগ দেন ওই বিপুল সংখ্যক বিজেপি কর্মী। জ্যোতিপ্রিয় মল্লিক তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন।


তৃণমূলে যোগদানের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, সন্দেশখালি ব্লক তৃণমূল সভাপতি শেখ শাজাহান-সহ এলাকার অন্যান্য নেতারা।


আরও পড়ুন-টোকিয়ো অলিম্পিক্সে ভারতের শুভেচ্ছাদূত হচ্ছেন সৌরভ!


উল্লেখ্য, উত্তরবঙ্গের পর দক্ষিণহবঙ্গের বিভিন্ন এলাকাতেও ধীরে ধীরে জমি দখল করছিল বিজেপি। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিজেপি যাই বলুক এরাজ্যে তাদের কিছুটা সমস্যায় ফেলতেও পারে সিএএ।