Deganga: ডিনামাইট বিস্ফোরণের জেরে দেগঙ্গায় ক্ষতিগ্রস্ত বহু বাড়ি, ফাটল স্কুলের ছাদ-দেওয়ালে
কিছুদিন ধরেই দেগঙ্গার কলসুর এলাকায় মাটির নীচে বিস্ফোরণ ঘটিয়ে তেলের সন্ধান চালাচ্ছে ওএনজিসি
নিজস্ব প্রতিবেদন: তেলের সন্ধানে ভূগর্ভে বিস্ফোরণের ফলে বহু এলাকায় বাড়িঘর, স্কুলের দেওয়ালে ফাটল ধরে গিয়েছে। গুরুতর অভিযোগ ওএনজিসি-র বিরুদ্ধে। এনিয়ে ক্ষোভ ফেটে পড়লেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কলসু পঞ্চায়েত এলাকায়।
কিছুদিন ধরেই দেগঙ্গার কলসুর এলাকায় মাটির নীচে বিস্ফোরণ ঘটিয়ে তেলের সন্ধান চালাচ্ছে ওএনজিসি। এর ফলে সম্প্রতি এলাকার অন্তত ৫০টি বাড়ি, স্কুলে দেওয়াল-ছাদে ফাটল ধরে গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, গতকাল ডিনামাইট বিস্ফোরণ থেকে হওয়া কম্পনের তীব্রতায় প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে ওইসব বাড়িঘর। এর প্রতিবাদে আজ সংস্থার গাড়ি, সরঞ্জাম আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী। খবর পেয়েছে ছুটে আসে পুলিস। ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে শেষপর্যন্ত শান্ত হন বিক্ষোভকারীরা।
এদিকে, কলসুর পঞ্চায়েতের প্রধান গ্রামবাসীদের ওই বিক্ষোভ নিয়ে বলেন, আচমকা ওএনজিসি বিস্ফোরণ ঘটিয়েছে। এতে আমার বাড়িরও ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের ব্যপারে কোনও কথাই বলেনি ওএনজিসি। ওদের দুটো গাড়ি আটকে দিয়েছিলাম। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আজ এগারোটার সময়ে ওএনজিসির লোকজনের আসার কথা রয়েছে।
কলসুর পঞ্চায়েতের এক সদস্য বলেন, ওএনজিসির কর্মকর্তারা এসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই কারও বাড়ির ছাদে ফাটল ধরেছে, কারও পাঁচিলে ফাটল, কারও মেঝেয় লম্বা ফাটল দেখা দিয়েছে। তবে ওমসিডজি কর্তাদের আশ্বাসে মানুজন কিছুটা শান্ত হয়েছেন। আগামিকাল ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।
আরও পড়ুন-খাটের উপর দুপাশে পড়ে ছেলে ও মেয়ের মৃতদেহ, মাঝখানে থাকত মা!