নিজস্ব প্রতিবেদন : বেতন বৃদ্ধির হার নিয়ে অসন্তোষের জেরে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। যার প্রভাব পড়েছে রাজ্যজুড়ে। সরকারি, রাষ্ট্রায়ত্ত্ব, বেসরকারি মিলিয়ে শহর কলকাতায় এদিন ৩২০০ এটিএম-এর ঝাঁপ বন্ধ। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যাঙ্ক কর্মচারীদের দাবি ছিল ১৪-১৫ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে। কিন্তু তাতে তীব্র আপত্তি জানায় ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন। ২ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেয় আইবিএ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন ব্যাঙ্ক কর্মচারীরা। দেশের ৯টি ব্যাঙ্ক সংগঠনের মিলিত ফোরাম ২দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের ফলে বুধ, বৃহস্পতি- এই ২দিন দেশের ২ লাখ ১০ হাজার এটিএম-এ কোনও টাকা ভরা হবে না।


এদিন সকাল থেকেই দেখা যায় শহর জুড়ে সব এটিএম-এ তালা। কোথাও কোনও টাকা নেই। টাকা তুলতে এসে হতাশ হয়ে ফিরে যান সাধারণ মানুষ। কাঠাফাটা রোদে পেনশন তুলতে এসে দুর্ভোগে পড়েন প্রবীণ নাগরিকরা। জেলা থেকে শহরে চিকিত্সা করাতে এসে, টাকা তুলতে না পেরে সমস্যায় পড়েন রোগী ও রোগীর পরিজনরা। ভোগান্তির একই ছবি ধরা পড়েছে জেলাতেও।


আরও পড়ুন, দেশজুড়ে আজ থেকে ২ দিন ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমও


ধর্মঘটের ফলে একদিকে যেমন নগদের অভাবে হেনস্থার শিকার মানুষ, ঠিক তেমনই দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়েছে মাস পয়লার বেতন নিয়েও। বহু অফিসেই মাসের ৩০-৩১ তারিখে বেতন হয়। কিন্তু এখন ব্যাঙ্ক কর্মচারীদের এই ধর্মঘটের ফলে সেই বেতনের টাকা কীভাবে তোলা যাবে, তা নিয়ে দিশেহারা বেতনভুক চাকুরিজীবীরা। এদিকে মাস শেষে পকেটেও টান। এমতাবস্থায় সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিচ্ছে ব্যাঙ্ক সংগঠনগুলির বিরুদ্ধেই।