ওয়েব ডেস্ক : আতঙ্কের এটিএম। গ্যাস কাটারে এটিএম কেটে বিপুল অঙ্কের টাকা লুঠ। এঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল খড়গপুরের মালঞ্চ রোডে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতরাতে দুষ্কৃতীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম-এ এভাবে লুঠপাট চালায়। সকালে স্থানীয়দের নজরে আসে, এটিএমের শাটার নামানো। সন্দেহ হওয়ায়, তাঁরা ভিতরে গিয়ে দেখেন সেখানে লণ্ডভণ্ড অবস্থা। গ্যাস কাটার দিয়ে ATM কেটে, লুঠ করে নেওয়া হয়েছে পুরো টাকা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিসে।


ATM-এর দায়িত্বে থাকা সংস্থার বক্তব্য, গতকাল সকালেই তাতে প্রায় ৩৩ লাখ টাকা ভরা হয়েছিল। হিসেবনিকেশের পর তাঁদের অনুমান, কম করে ২০ লাখ টাকা লুঠ করেছে দুষ্কৃতীদল। মালঞ্চ রোডের ATM-টিতে কোনও নিরাপত্তারক্ষীর ব্যবস্থা নেই। স্থানীয়দের অভিযোগ, এরই ফায়দা নেয় দুষ্কৃতীরা। সিকিউরিটি গার্ডের দাবিতে চড়ছে সুর।


আরও পড়ুন, গাড়ি দুর্ঘটনা কাণ্ডে জামিন পেলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি