ওয়েব ডেস্ক: কালিম্পং থানায় গ্রেনেড হামলায় মাওবাদী যোগ আরও স্পষ্ট হল। বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে টাইমার। সিসিটিভি ফুটেজে ইতিমধ্যেই হামলাকারীদের চিহ্নিত করেছে পুলিস। গতকাল সারারাত ধরে দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাসি চালানো হয়। কড়া নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা কালিম্পং। হেঁটে অথবা গাড়িতে করে কোনও থানার সামনে দিয়েই যাওয়ায় নিষেধ রয়েছে পুলিসের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, মুজফ্ফরনগরে ট্রেন দুর্ঘটনায় ক্রমশ জোরালো হচ্ছে গাফিলতি  তত্ব। দুর্ঘটনার পরেই কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। সেই অনুযায়ী ছাড় পেলেন না পদস্থ কর্তারাও।  ইতিমধ্যেই ৪জন রেল অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। বদলি করা হয়েছে চিফ ট্র্যাক ইঞ্জিনিয়রকে। ছুটিতে পাঠানো হয়েছে DRM দিল্লি ও নর্দার্ন রেলের GM কে।


মালদহে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়