বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের গাড়িতে হামলা
এদিন নদীয়ার চাকদা ও পানিখালিতে সভা ছিল শমীক ভট্টাচার্যের।
নিজস্ব প্রতিবেদন : বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, শমীক ভট্টাচার্যের গাড়িতে ভাঙচুর চালায় শাসকদলের কর্মী-সমর্থকরা। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদায়।
আরও পড়ুন, শিকেয় ব্যাঙ্কের লকারের সুরক্ষা, উধাও লাখ লাখ টাকার গয়না
এদিন নদীয়ার চাকদা ও পানিখালিতে সভা ছিল শমীক ভট্টাচার্যের। সেই সভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, চাকদায় ঢোকার মুখেই তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে কালো পতাকা দেখান। এরপরই শমীক ভট্টাচার্যের গাড়িতে ভাঙচুর চালানো হয়।
আরও পড়ুন, অবশেষে উঁকি দিলেন সূয্যিমামা, দেখে নিন ফের কবে হতে পারে বৃষ্টি
এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই এঘটনা ঘটেছে। পুলিশ নিশ্চুপ ছিল। তাঁর গাড়িতে লাথি মারা হয়। ধাক্কা মারা হয়। পূর্ব পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।