Municipal Election 2022: সিপিএমের মিছিলে `হামলা`, ধুন্ধুমারকাণ্ড মাথাভাঙায়
আহত বেশ কয়েকজন।
নিজস্ব প্রতিবেদন: সিপিএমের মিছিলে 'হামলা'। আহত হলেন বেশ কয়েকজন। কারা হামলা চালাল? অভিযোগের তির তৃণমূলের দিকে। পুর প্রচারে ধুন্ধুমারকাণ্ড কোচবিহারের মাথায়ভাঙায়।
ভোটের আর দরকার পড়েনি। সন্ত্রাসের অভিযোগে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে বিরোধীরা। কোচবিহারের দিনহাটা পুরসভায় ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা দখল করেছে তৃণমূল। ১৬ ওয়ার্ডের সবকটিতে জিতেছেন শাসকদলের প্রার্থীরা। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ। মাথাভাঙায় কিন্তু ভোট হবে।
আরও পড়়ুন: Jalangi: চোর সন্দেহে মহিলা-শিশু-কিশোরকে কোমরে দড়ি বেঁধে মারধর, আমানবিক ছবি জলঙ্গীতে
মাথাভাঙা পুরসভায় আসনসংখ্যা ১২। ৯ ওয়ার্ডে প্রার্থী দিয়েছেন বামেরা। একটি ওয়ার্ডে লড়ছে কংগ্রেস। এদিন ১২ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী সমর্থনে মিছিল বের করেছিলেন সিপিএম নেতা-কর্মীরা। মিছিল তখন প্রায় শেষ হওয়ার পথে। আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এমনকী, থানায় ঢুকে নাকি প্রার্থী-সহ সিপিএম কর্মীদের মারধর করা হয়! রেহাই পাননি সিপিএম প্রার্থীর এক আত্মীয়ের দোকানের কর্মীও! ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।
আরও পড়ুন: Municipal Election 2022: 'ধর্ষকের বিরুদ্ধে ভোট দিন', ২ BJP প্রার্থীর নামে পোস্টার অশোকনগরে
এদিকে বামেদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেছে তৃণমূল। মাথাভাঙ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিশ্বজিৎ সাহার দাবি, 'সিপিএম কর্মীরাই আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে'। ভোট ২৭ ফেব্রুয়ারি।