ওয়েব ডেস্ক : ফের আক্রান্ত প্রতিবাদী। এবার সোনারপুরের কারবালায়। প্রকাশ্যে মদ্যপান, আর মহিলাদের কটূক্তির প্রতিবাদ করেছিলেন এক যুবক। বদলে জুটল রড, লাঠির বাড়ি। আক্রান্ত এই যুবকের নাম ইমানুদ্দিন মণ্ডল। অন্যায়ের প্রতিবাদ করে এখন মাথায় ছটা সেলাই নিয়ে বিছানা বন্দি। সোনারপুরের কারবালার বাসিন্দা ইমানুদ্দিন। এলাকায় বেশ কিছুদিন ধরেই মদ্যপদের উত্পাত বাড়ছিল।শুক্রবার রাতে ইমানুদ্দিনের দোকানের সামনেই বসেছিল মদের আসর। মহিলাদের কটূক্তি করছিলেন মদ্যপরা। প্রতিবাদ করেন ইমানুদ্দিন। স্থানীয় কিছু যুবকও তাঁর পাশে দাঁড়ান। অবস্থা বেগতিক দেখে তখন চম্পট দেয় দুষ্কৃতীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আবার বিতর্কে দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলর হীরালাল বাউরি


শনিবার রাতে ইমানুদ্দিনকে একলা পেয়ে হামলা করে ওই মদ্যপরা। লাঠি, রড দিয়ে মারা হয় তাঁকে। সোনারপুর থানায় FIR দায়ের করেছেন ইমানুদ্দিন। তবে মদ্যপদের তাণ্ডবে এলাকাবাসী রীতিমতো আতঙ্কিত।


আরও পড়ুন  চন্দ্রকোনায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, অভিযোগ দলেরই বুথ সভাপতির বিরুদ্ধে