ওয়েব ডেস্ক: নদিয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা। বাজার যাওয়ার পথে তাঁর ওপর হামলা চলে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শক্তিনগর হাসপাতাল পরে কলকাতায় স্থানান্তর করা হয় মাহাবুল বিশ্বাসকে। সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সময় তখন প্রায় দুপুর ১২টা। ব্যক্তিগত কাজে বাজারে যাচ্ছিলেন বেতবেড়িয়ার পঞ্চায়েত সদস্য কোহিনূর বিবির স্বামী মাহাবুল বিশ্বাস। কোনওকিছু বুঝে ওঠার আগেই তাঁর ওপর হামলা চালায় কয়েকজন। প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন মাহাবুল। ততক্ষণে বাইকে চেপে তাঁর পিছু নিয়েছে দুষ্কৃতীরা। রাস্তায় পড়ে যান মাহাবুল। তাঁকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে  দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে গেলে আহত হন দুই তৃণমূলকর্মীও। বোমা-গুলি চালানোরও অভিযোগ উঠেছে। হামলা চালিয়েই এলাকা ছাড়ে তারা।


আশঙ্কাজনক অবস্থায় মাহাবুল বিশ্বাসকে কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে কলকাতায় পাঠানো হয় তাঁকে। তদন্ত শুরু করেছে পুলিস।