নিজস্ব প্রতিবেদন : বাড়িতে ঢুকে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। গৃহবধূকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন স্বামী, শ্বশুর ও শাশুড়ি। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরের ষাটপলশার গচেপাড়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, শুক্রবার বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ। সেই সুযোগে বাড়িতে ঢুকে তাঁর উপর চড়াও হয় ১৬ জন। গৃহবধূ চিত্কার করতেই তাঁকে বাঁচাতে ছুটে আসে স্বামী, শ্বশুর ও শাশুড়ি। তাঁদের উপর চড়াও হয় দুষ্কৃতীদল। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁদের। গুরুতর আহত অবস্থায় বর্তমানে প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন।


আরও পড়ুন, ভিনধর্মে বিয়ে করেছে মেয়ে; গ্রামের মোড়লদের অত্যাচারে ঘরছাড়া বাবা


এই ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে ময়ূরেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এলাকাবাসীর দাবি,  স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে টাকা নিয়ে ঝামেলা চলছিল গৃহবধূর স্বামীর। তার জেরে হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।