রাতে জলসা দেখে ফেরার পথে মহিলার শ্লীলতাহানির চেষ্টা, মারধর
রাতে জলসা দেখে ফেরার পথে মহিলার শ্লীলতাহানির চেষ্টা, মারধরের অভিযোগ। সোনারপুরের পুরনো দিয়ারা এলাকার ঘটনা। জলসার প্রধান উদ্যোক্তা মাধব নস্করের বিরুদ্ধেই অভিযোগ এনেছেন আক্রান্ত মহিলা। বাধা দিলে মহিলার ছেলেকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
ওয়েব ডেস্ক : রাতে জলসা দেখে ফেরার পথে মহিলার শ্লীলতাহানির চেষ্টা, মারধরের অভিযোগ। সোনারপুরের পুরনো দিয়ারা এলাকার ঘটনা। জলসার প্রধান উদ্যোক্তা মাধব নস্করের বিরুদ্ধেই অভিযোগ এনেছেন আক্রান্ত মহিলা। বাধা দিলে মহিলার ছেলেকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
অভিযোগ, বাড়ি ফেরার সময় মহিলার ওপর মদ্যপ অবস্থায় চড়াও হয় মাধব নস্কর। মহিলার অভিযোগ, সোনারপুর থানাও প্রথমে অভিযোগ নিতে গড়িমসি করে,পরে অভিযোগ নেওয়া হয় থানায়। মারধরের জেরে গুরুতর জখম হয়েছেন মহিলা। থানায় অভিযোগ জানানোর পর থেকেই বাড়িতে হুমকি আসা শুরু হয়েছে বলে জানিয়েছে আক্রান্তের পরিবার। মাধব নস্করকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন, বার্নপুরের ইস্কোয় ঠিকাকর্মীর গায়ে পড়ে গেল গলানো লোহা; মৃত ২, জখম ৭