নিজস্ব প্রতিবেদন- হাওড়ার বাঁকরা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীরা। অভিযোগের তির তৃণমূলের দিকে। বাঁকরা পশ্চিম পাড়া এলাকায় একটি দোতলা বাড়ির মধ্যে ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ চলাকালীন বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  মন্ত্রিত্বের পর এবার বিধায়ক পদও ছাড়ছেন শুভেন্দু? ঘনিষ্ঠমহলের ইঙ্গিতে জোর জল্পনা


শুক্রবার রাতে হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপির অভিযোগ, বাঁশ, রড দিয়ে অতর্কিতে হামলা চালানো হয়। ঘটনায় বাঁকড়ার বিজেপির মন্ডল সভাপতি ও আরও চারজন দলীয় কর্মী আক্রান্ত হন। অভিযোগ, শেখ নিজামুদ্দিন নামের ওই মন্ডল সভাপতিকে বিল্ডিংয়ের ছাদের সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয়। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।