নিজস্ব প্রতিবেদন : রাজ্যে কি এরআরসি হবে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, পশ্চিমবঙ্গে এনআরসি-র কোনও প্রশ্ন নেই। কিন্তু তারপরেও বিভিন্ন সরকারি দফতরে, ব্যাঙ্কে উপছে পড়ছে নথি সংশোধনের ভিড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এরইমধ্যে দক্ষিণ ২৪ পরগনার ফলতার মামুদপুরের বাসিন্দা এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম কালাচাঁদ মিত্তির। স্থানীয় বাসিন্দা থেকে পরিবারের দাবি, নথি সংশোধন নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন কদিন ধরে। অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। তারপরই আত্মঘাতী হন তিনি। সেই কালাচাঁদ মিত্তিরের পরিজনের সঙ্গে আজ দেখা করতে যান তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন, কেন্দ্রের পর এবার পুঁজিপতিদের পাশে রাজ্য সরকার, বিপুল হারে কমল লাইসেন্স ফি  


আশ্বস্ত করেন, এ রাজ্যে এনআরসি হবে না। অভিষেক বলেন, "এত সোজা কী? আপনারা কেন এসব ভুলভাল প্রচারে কান দিয়ে নিজেদের প্রাণ নিজেরা হারাচ্ছেনয আত্মঘাতী হচ্ছেন? আমরা রয়েছি তো। মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন, বাংলায় এনআরসি হবে না। কেন এত চিন্তিত আপনারা? আর অসুবিধা হলে, নথি না পেলে, আমাদের ছেলেদের সঙ্গে যোগাযোগ করুন। বিডিও অফিস থেকে আমরা জোগাড় করে দেব। বানিয়ে দেব।"