নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের 'দিদিকে বলো' কর্মসূচি হরি বোল হয়ে গিয়েছে। পুরোপুরি ফ্লপ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগ। শুক্রবার রানিগঞ্জের আমড়াসোতায় দলীয় কার্যালয় উদ্বোধন করতে গিয়ে এমন কটাক্ষই করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।  বাবুলকে পাল্টা জবাব দিতে ছাড়লেন না ফিরহাদ হাকিমও। আসানসোলের সাংসদকে পরিযায়ী রাজনীতিবিদ বলে কটাক্ষ করেছেন কলকাতার মেয়র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন রানিগঞ্জের আমড়াসোতায় দলীয় কার্যালয় উদ্বোধনে এসে বাবুল বলেন, 'দিদিকে বলো কর্মসূচিতে সাধারণ মানুষের কোনও উপকার হবে না।' কেন্দ্রীয়মন্ত্রী আরও বলেন, 'কেউ ফোন করলে সেই ব্যক্তি কোন রাজনৈতিক দলের সমর্থক তা জানতে চাওয়া হচ্ছে।' 



এরপরই বাবুলকে পাল্টা কটাক্ষ করেছেন বাবুল সুপ্রিয়। ফিরহাদ হাকিমের খোঁচা, বাবুল সুপ্রিয় তো পরিযায়ী রাজনীতিবিদ। কলকাতার মেয়র বলেন, 'মানুষের সেবা নয় গান গেয়ে বড় হয়েছেন উনি। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই, আন্দোলন করে উঠে আসার ইতিহাস সম্পর্কে ওনার কোনও উপলব্ধি নেই। দিদিকে বলো কর্মসূচিতে অংশ নিয়ে মানুষ খুশি। 


বিজেপির 'দাদাকে বলো' কটাক্ষ করে ফিরহাদ বলেন, এসব করে ওদের কোনও লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা করেন অনান্য রাজনৈতিক নেতারা তাঁকে অনুসরণ করেন। বিজেপিকে ফাটকা বাজদের দল বলে অভিহিত করে মেয়র আরও বলেন, 'এসব করে সাময়িক ক্ষমতা দখল করা যায়। কিন্তু মানুষের কাজ করা যায় না।'      


আরও পড়ুন- তৃণমূলকে ছাড়, বিজেপিই পয়লা শত্রু, বামেদের সঙ্গে জোট-নির্দেশ দিয়ে বার্তা সনিয়ার