নিজস্ব প্রতিবেদন: দলছুট হয়ে পড়েছিল দু'মাসের এক হস্তিশাবক। আজ, শনিবার বিকেলের দিকে এই হস্তিশাবকটি নাগরাকাটার রেডব্যাঙ্ক চা বাগানের আপার লাইনের কাছে দলছুট হয়ে পড়ে। বনকর্মীরা তাকে উদ্ধার করে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দলছুট হস্তিশাবকটি ঘোরাঘুরি করতে করতে স্থানীয় এক খেলার মাঠে চলে আসে। এ দিকে ছোট্ট হাতি দেখে খেলা ছেড়ে শাবকটিকে নিয়েই মেতে ওঠে স্থানীয় ছেলেরা। খবর ছড়িয়ে পড়তেই ভিড় উপচে পড়ে। এলাকাবাসীরই একাংশ খবর দেয় বন দপ্তরে। 


 


এলাকার বেশ কয়েকজন বাসিন্দা শাবকটিকে ধরে আদর করে। শাবকটি অবশ্য মানুষ দেখে ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে। সন্ধ্যার মুখে বনকর্মীরা শাবকটিকে জালবন্দি করে হাতির দলটির কাছে নিয়ে যান। 


তবে শাবকটি মানুষের ছোঁয়া পাওয়ায় চিন্তিত বন দপ্তর। কেননা, মানুষের ছোঁয়া পাওয়া শাবককে তার মা বা তার দল সাধারণত আর গ্রহণ করে না।


আরও পড়ুন: গোবর কেনার জন্য ৮.৯৭ কোটি টাকা খরচ করল দেশের এই রাজ্য