জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  এক কিশোরীকে লাঞ্ছিত এবং নোংরা ভাষায় কথা বলার অভিযোগে কংগ্রেস দলের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল পুলিস। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার ১৬ মাইল এলাকায়। বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের সদস্য কালাম শেখের বিরুদ্ধে কিশোরীর পরিবারের লোক অভিযোগ করেন। ঘটনায় শুরু হয়েছে  রাজনৈতিক চাপানউতোর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Rain Alert: ডানা গেলেও সাবধান! ভয়ংকর বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা-সহ দক্ষিবঙ্গে...


কিশোরীর পরিবারের অভিযোগ তার মেয়ের সঙ্গে অশ্লীল আচরণ দুর্ব্যবহার করেছেন কংগ্রেস দলের ওই পঞ্চায়েত সদস্য কালাম শেখ। শুক্রবার অভিযুক্ত কালাম শেখকে আদালতে তোলা হয়েছে। কংগ্রেস সদস্য কালাম শেখ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এবিষয়ে মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল সরকার জানান, 'ভারতের জাতীয় কংগ্রেসের কোন নির্বাচিত জনপ্রতিনিধি এমন কোনরকম অপকর্মে লিপ্ত হতে পারে না। মালদা জেলা কংগ্রেসের মাটি। এখানে যারা কংগ্রেস করে তাদেরকে আত্মবলিদান দিয়ে কংগ্রেসটা করতে হয়। আসলে তৃণমূল কংগ্রেস আমাদের দলের গ্রাম পঞ্চায়েতের সদস্যকে নিজেদের দলে যোগ করানোর চেষ্টা করছে। কালাম শেখ যোগদান করতে অস্বীকার করায় মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আগামী দিনে এটা প্রমাণ হয়ে যাবে কে বা কারা কংগ্রেসের সদস্যকে মিথ্যা ভাবে ফাঁসানোর চেষ্টা করছে। মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আসিস কুন্ডু জানান, 'কংগ্রেসের যে সদস্য এরকম ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমরা ধিক্কার জানাই। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। এই অপরাধ যে করেছে তার বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি হোক এটাই আমাদের দাবি।' 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)